1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০ বছর ধরে পলাতক ফাঁসির আসামি গ্রেপ্তার

২৮ জানুয়ারি ২০২২

চট্টগ্রামের জানে আলম হত্যা মামলায় ফাঁসির আসামি সৈয়দ আহম্মেদ ভুয়া আইডি বানিয়ে দুই দশক ধরে অন্য পরিচয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন৷ কিন্তু শেষ রক্ষা হয়নি৷ অবশেষে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব৷

২০ বছর ধরে পালিয়ে থাকা জানে আলম হত্যা মামলায় ফাঁসির আসামি সৈয়দ আহম্মেদ গ্রেপ্তারছবি: bdnews24.com

জানে আলম হত্যা মামলায় ২০০৭ সালে সৈয়দ আহম্মেদসহ ১২ জনকে মৃত্যুদণ্ড এবং আট জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত৷ পরে হাইকোর্টে সৈয়দ আহম্মেদসহ ১০ জনের ফাঁসির রায় বহাল থাকে৷

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, বৃহস্পতিবার চট্টগ্রামের আকবর শাহ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ জানিয়েছেন৷ শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জমির বিরোধে ২০০১ সালের নভেম্বর থেকে ২০০২ সালের মার্চের মধ্যে লোহাগাড়া উপজেলায় মাহমুদুল হক এবং তার বড় ভাই ব্যবসায়ী জানে আলমকে খুন করা হয়৷ দুই মামলার এজাহারেই আসামির তালিকায় সৈয়দ আহম্মদের নাম ছিল৷

র‌্যাব কর্মকর্তা ইউসুফ বলেন, ‘‘জানে আলমকে হত্যার পর সৈয়দ আহম্মেদ বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন৷ পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে কিছুদিন উপকূলীয় এলাকায় এবং পরে সীতাকুণ্ডে অবস্থান করেন৷ পরিচয় গোপন রাখতে দুটি ভুয়া জাতীয় পরিচয়পত্রও তৈরি করিয়ে নেন তিনি৷’’

এক সময় সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ছিন্নমূল নেতা মশিউরের ছত্রছায়ায় বসবাস শুরু করেন ৬০ বছর বয়সি সৈয়দ আহম্মেদ৷ সেখান থেকে বিভিন্ন মাজারে বাবুর্চির কাজ করতেন৷ পরে আকবরশাহ এলাকায় একটি ভবনে দারোয়ানের কাজ নেন৷

‘‘আকবর শাহ এলাকায় সৈয়দ আহম্মেদের অবস্থান নিশ্চিত হয়ে বুধবার সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব,’’ বলেন লেফটেন্যান্ট কর্নেল ইউসুফ৷

তিনি বলেন, মাহমুদুল হককে খুনের পর বাঁশখালী উপজেলায় আত্মগোপন করে ছিলেন সৈয়দ আহম্মেদ৷ সেখান থেকে জলদস্যুদের সাথে সমুদ্রে চলে যান৷ চার মাস পর লোহাগাড়ায় ফিরে এসে মাহমুদুলের বড় ভাই জানে আলমকে হত্যায় অংশ নেন তিনি৷

‘‘ছোট ভাইয়ের হত্যা মামলার অন্যতম সাক্ষী ছিলেন ব্যবসায়ী জানে আলম৷ তিনিই মামলা পরিচালনা করছিলেন৷ আসামিদের ধারণা ছিল, জানে আলমকে খুন করতে পারলে মামলা আর এগোবে না এবং তার সম্পত্তিও ভোগ করতে পারবে৷ সে কারণে তাকেও তারা হত্যা করে৷’’

এনএস/জেডএইচ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ