1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শীর্ষে জার্মানি

১৭ জুলাই ২০১৪

বিশ্বকাপের এক সপ্তাহ কাটেনি৷ রবিবার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে এক গোলে হারিয়ে শিরোপা জিতেছে জার্মানি৷ শিরোপা জিতেই নিজেদের নাম্বার ওয়ান ঘোষণা করেছে দলটি৷ ফিফা র‌্যাংকিং-ও সেটার প্রতিফলন দেখা গেল৷

ছবি: Reuters

বার্লিনে সংবর্ধনায় প্রত্যেক জার্মান প্লেয়ারের টিশার্টেও লেখা ছিল হ্যাশ ওয়ান৷ গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মত ফিফা বিশ্ব র‌্যাংকিং-এ শীর্ষে পৌঁছেছে জার্মানি৷ বৃহস্পতিবার এই তালিকা প্রকাশিত হয়৷ লিওনেল মেসির আর্জেন্টিনাও খুব একটা পিছিয়ে নেই৷ তাদের অবস্থান র‌্যাংকিং-এর দ্বিতীয় অবস্থানে৷ বিশ্বকাপের আগে তাদের অবস্থান ছিল পঞ্চমে৷ বিশ্বকাপে তৃতীয় স্থান অধিকার করা নেদারল্যান্ডস ফিফা বিশ্বকাপ র‌্যাংকিং-এও তৃতীয় অবস্থানে রয়েছে৷ আর হামেস রডরিগেস-এর দুর্দান্ত পারফর্মেন্সের কারণে কলম্বিয়া পৌঁছে গেছে চতুর্থ অবস্থানে৷ এর পরেই বেলজিয়ামের অবস্থান৷ আর উরুগুয়ে পৌঁছে গেছে ষষ্ঠ অবস্থানে৷

সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে ব্রাজিলের অবস্থানও সপ্তমে৷ আর গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এক নম্বর থেকে নেমে গেছে অষ্টম অবস্থানে৷ প্রথম ১০টি দলের মধ্যে স্থান করে নিয়েছে সুইজারল্যান্ড ও ফ্রান্স৷

কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত খেলার কারণে কস্টারিকা ১৬তম অবস্থান থেকে উঠে এসেছে ১২তম অবস্থানে৷ প্রথম পর্ব থেকে বিদায়ের কারণে ইংল্যান্ড তালিকার সবচেয়ে নীচে ২০ তম অবস্থানে নেমে গেছে৷

এছাড়া ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দল পর্তুগালের অবস্থান ফ্রান্সের পরেই অর্থাৎ একাদশে৷ চিলির অবস্থান ১২তম, গ্রিস ১৩তম এবং ইটালি র‌্যাংকিং-এ ১৪তম অবস্থানে রয়েছে৷ এবারের বিশ্বকাপে ভালো খেলেছে যুক্তরাষ্ট্র৷ তাদের অবস্থান তালিকার ১৫তম স্থানে৷ ক্রোয়েশিয়া ১৭তম, মেক্সিকো ১৮তম এবং বসনিয়া-হ্যারৎসোগোভিনা রয়েছে ১৯তম স্থানে৷ আর চার ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ১৬৩-তে৷

এপিবি / জেডএইচ (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ