২০ সেকেন্ডের আকর্ষণ!
২৬ জুলাই ২০১৪স্কটল্যান্ডের গ্লাসগোতে চলছে কমনওয়েলথ গেমস৷ ৭১টি দেশ থেকে সেখানে হাজির হয়েছেন প্রায় সাড়ে চার হাজার ক্রীড়াবিদ৷ তবুও আয়োজকদের মুখে হাসি নেই৷ কারণ ১১ দিনের এই আসরের টিকিট কেনার মানুষ নেই৷
তবে আয়োজকদের জন্য কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছেন ইউসেইন বোল্ট৷ জ্যামাইকার এই বিশ্বসেরা স্প্রিন্টার ২০০৬ এবং ২০১০-এর কমনওয়েলথ গেমসে অংশ নেননি৷ পায়ে ব্যথা থাকায় এ বছর নিজেকে সব রকমের প্রতিযোগিতা থেকে বলতে গেলে দূরেই রেখেছেন৷
তিনটি সোনা জিতে লন্ডন অলিম্পিক মাতিয়ে যাওয়া বোল্ট গ্লাসগো গেমসের আয়োজকদের একটু স্বস্তি দিয়েছেন ট্র্যাকে একবার হলেও নামার আশ্বাস দিয়ে৷ আয়োজকদের আশা ছিল বোল্ট জ্যামাইকার হয়ে একটা রিলের পাশাপাশি ১০০ এবং ২০০ মিটার স্প্রিন্টেও দৌড়াবেন৷ কিন্তু পায়ের সমস্যা বাড়ানোর ঝুঁকি নিতে রাজি নন ১০০ ও ২০০ মিটার দৌড়ের বিশ্ব রেকর্ডের মালিক৷ ২০০৮ ও ২০১২ অলিম্পিকে তিনটি করে স্বর্ণপদক জেতা বোল্ট তাই স্কটল্যান্ড যাচ্ছেন শুধু চার গুণিতক একশ মিটার রিলেতে অংশ নিতে৷
বোল্ট ভক্তরা তাতেই খুশি৷ ১১ দিনের আসরের আর কোনো ইভেন্টের টিকিট ক্রয়ে দর্শক আগ্রহ নিদারুণভাবে কম হলেও তাই পুরুষদের রিলের টিকিট ইতিমধ্যে শেষ৷ রোববার থেকে শুরু হবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের প্রতিযোগিতা৷ বোল্ট প্রথমে নামবেন রিলের হিটে৷ তারপর বড় কোনো অঘটন না ঘটলে ফাইনাল৷ একশ মিটারে বোল্টের বিশ্বরেকর্ড ৯ দশমিক ৫৮ সেকেন্ডের৷ সে হিসেবে হিট (১ আগস্ট) আর ফাইনাল (২ আগস্ট - বাংলাদেশ সময় রাত সোয়া একটায়) মিলিয়ে স্কটল্যান্ডের ট্র্যাকে তাঁকে মোট ২০ সেকেন্ড তো দেখা যাবেই৷ তাই সব ইভেন্ট ফেলে সবাই ছুটেছেন রিলে রেসের টিকেট কিনতে৷
কমনওয়েলস গেমস শুরুই হয়েছে উল্টো নিয়মে৷ যে-কোনো আসরে আর কোনো ইভেন্টের টিকিট বিক্রি না হোক, সবার আগে শেষ হতো একশ মিটার স্প্রিন্টের টিকিট৷ এবার বোল্ট নেই বলে একশ মিটারের টিকিট পড়ে আছে, শেষ হয়ে গেছে চারশ মিটার রিলের টিকিট!
এসিবি/জেডএইচ (এএফপি, রয়টার্স)