1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০ সেকেন্ডের আকর্ষণ!

২৬ জুলাই ২০১৪

স্কটল্যান্ডের গ্লাসগোতে চলছে কমনওয়েলথ গেমস৷ ৭১টি দেশ থেকে সেখানে হাজির হয়েছেন প্রায় সাড়ে চার হাজার ক্রীড়াবিদ৷ তবুও আয়োজকদের মুখে হাসি নেই৷ কারণ ১১ দিনের এই আসরের টিকিট কেনার মানুষ নেই৷

Bildergalerie - Sport Highlights 2012
ছবি: Getty Images

স্কটল্যান্ডের গ্লাসগোতে চলছে কমনওয়েলথ গেমস৷ ৭১টি দেশ থেকে সেখানে হাজির হয়েছেন প্রায় সাড়ে চার হাজার ক্রীড়াবিদ৷ তবুও আয়োজকদের মুখে হাসি নেই৷ কারণ ১১ দিনের এই আসরের টিকিট কেনার মানুষ নেই৷

তবে আয়োজকদের জন্য কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছেন ইউসেইন বোল্ট৷ জ্যামাইকার এই বিশ্বসেরা স্প্রিন্টার ২০০৬ এবং ২০১০-এর কমনওয়েলথ গেমসে অংশ নেননি৷ পায়ে ব্যথা থাকায় এ বছর নিজেকে সব রকমের প্রতিযোগিতা থেকে বলতে গেলে দূরেই রেখেছেন৷

স্কটল্যান্ড যাচ্ছেন শুধু চার গুণিতক একশ মিটার রিলেতে অংশ নিতেছবি: Reuters

তিনটি সোনা জিতে লন্ডন অলিম্পিক মাতিয়ে যাওয়া বোল্ট গ্লাসগো গেমসের আয়োজকদের একটু স্বস্তি দিয়েছেন ট্র্যাকে একবার হলেও নামার আশ্বাস দিয়ে৷ আয়োজকদের আশা ছিল বোল্ট জ্যামাইকার হয়ে একটা রিলের পাশাপাশি ১০০ এবং ২০০ মিটার স্প্রিন্টেও দৌড়াবেন৷ কিন্তু পায়ের সমস্যা বাড়ানোর ঝুঁকি নিতে রাজি নন ১০০ ও ২০০ মিটার দৌড়ের বিশ্ব রেকর্ডের মালিক৷ ২০০৮ ও ২০১২ অলিম্পিকে তিনটি করে স্বর্ণপদক জেতা বোল্ট তাই স্কটল্যান্ড যাচ্ছেন শুধু চার গুণিতক একশ মিটার রিলেতে অংশ নিতে৷

বোল্ট ভক্তরা তাতেই খুশি৷ ১১ দিনের আসরের আর কোনো ইভেন্টের টিকিট ক্রয়ে দর্শক আগ্রহ নিদারুণভাবে কম হলেও তাই পুরুষদের রিলের টিকিট ইতিমধ্যে শেষ৷ রোববার থেকে শুরু হবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের প্রতিযোগিতা৷ বোল্ট প্রথমে নামবেন রিলের হিটে৷ তারপর বড় কোনো অঘটন না ঘটলে ফাইনাল৷ একশ মিটারে বোল্টের বিশ্বরেকর্ড ৯ দশমিক ৫৮ সেকেন্ডের৷ সে হিসেবে হিট (১ আগস্ট) আর ফাইনাল (২ আগস্ট - বাংলাদেশ সময় রাত সোয়া একটায়) মিলিয়ে স্কটল্যান্ডের ট্র্যাকে তাঁকে মোট ২০ সেকেন্ড তো দেখা যাবেই৷ তাই সব ইভেন্ট ফেলে সবাই ছুটেছেন রিলে রেসের টিকেট কিনতে৷

কমনওয়েলস গেমস শুরুই হয়েছে উল্টো নিয়মে৷ যে-কোনো আসরে আর কোনো ইভেন্টের টিকিট বিক্রি না হোক, সবার আগে শেষ হতো একশ মিটার স্প্রিন্টের টিকিট৷ এবার বোল্ট নেই বলে একশ মিটারের টিকিট পড়ে আছে, শেষ হয়ে গেছে চারশ মিটার রিলের টিকিট!

এসিবি/জেডএইচ (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ