1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২১০ কোটি টাকার তহবিল পাচ্ছে বাংলাদেশ

৩ আগস্ট ২০১০

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করতে আগামী বছর আর্থিক অনুদান পাবে বাংলাদেশ৷ ঢাকায় আয়োজিত এক সেমিনারে জলবায়ু পরিবর্তন রোধে উন্নত দেশগুলোকে এখনি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাসান মাহমুদ৷

জলবায়ু পরিবর্তনের ফলে প্রায়ই ঝড়, বৃষ্টি, বন্যার কবলে বাংলাদেশছবি: Sophie Tarr

বিশ্বে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ধনী দেশগুলোর আগ্রাসী শিল্পায়ন, এই মত বহু বিশেষজ্ঞের৷ অথচ এই জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি খেসারত দেয় বাংলাদেশের মত দরিদ্র দেশগুলো৷ এসব দেশে বেড়ে যাচ্ছে বন্যা, খরা, ঝড়-ঝঞ্জা, নদীর ভাঙন৷ তাই ঢাকায় আয়োজিত সেমিনারে জলবায়ু পরিবর্তন রোধে উন্নত দেশগুলোকে এখনি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাসান মাহমুদ৷

তিনি জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আগামী বছর ২১০ কোটি টাকা আর্থিক অনুদান পাবে বাংলাদেশ৷ যৌথভাবে এই অর্থ ব্যয় করবে সরকার এবং এনজিওগুলো৷ আর বাংলাদেশের জন্য ১১০ মিলিয়ন ডলারের বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলেন্স ফান্ডও গঠন করা হচ্ছে৷

মঙ্গলবার রাজধানীর ব্র্যাক সেন্টারে জলবায়ু পরিবর্তন বিষয়ক এক সেমিনারে এ তথ্য জানিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাসান মাহমুদ৷ তবে এসব উদ্যোগের পাশাপাশি জলবায়ু পরিবর্তন সম্পর্কে সাধারন মানুষকে সচেতন করার আহ্বানও জানিয়েছেন সেমিনারের বক্তারা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ