1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২১ আগস্ট গ্রেনেড হামলা: আপিল শুনানি শেষের অপেক্ষা

২১ আগস্ট ২০২৩

২১ আগস্ট গ্রেনেড হামলার ১৯ বছর পার হয়ে গেলেও আজও শেষ হয়নি মামলার আপিল শুনানি।

২০০৪ সালে গ্রেনেড হামলার স্থান। (ফাইল ছবি)
২০০৪ সালে গ্রেনেড হামলার স্থান। (ফাইল ছবি)ছবি: picture-alliance/dpa/M. Munir

২০০৪ সালের ২১ আগস্ট  রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ সেই গ্রেনেড হামলায় ২৪ জন নিহত এবং অন্তত ৩০০ জন আহত হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তৎকালীন বিরোধীদলীয় নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিম্ন আদালত ২০১৮ সালের ১০ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ডের রায় দেয়।

বিচারপতি শহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ ২০২২ এর ৪ ডিসেম্বর শুনানি শুরু করেন। রায় কার্যকরের আগে মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ সংক্রান্ত নথি আপিল আবেদন এখন হাইকোর্টে।

সবশেষ ২৫ জুলাই বেঞ্চের ৮০তম কার্যদিবসের শুনানি হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দায়িত্ব পালন করছেন আপিল শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। তবে মামলার জ্যেষ্ঠ বিচারপতি অসুস্থ থাকায় আপাতত শুনানি বন্ধ রয়েছে। 

এর আগে ১০ আগস্ট অ্যাটর্নি জেনারেল এ এম আমি উদ্দিন সাংবাদিকদের জানান, এ মামলার আপিলের শুনানি শেষ হতে আরও ১০ থেকে ১২ কার্যদিবস লাগতে পারে। তবে তিনি আরো বলেন, নিম্ন আদালতে অত্যন্ত সুন্দর রায় দিয়েছে ও এই রায় বহাল রাখতে রাষ্ট্রপক্ষ উচ্চ আদালতে আবেদন করবে। 

তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, আপিল বিভাগের রায়কে চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশনের সুযোগ থাকায় এ মামলার চূড়ান্ত নিস্পত্তিতে দীর্ঘ সময় লেগে যাতে পারে।

২০২১ সালের ছবিঘর

এসএইচ/ এসিবি (দ্য ডেইলি স্টার)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ