1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২১ জেলার বন্যায় দুর্গত ১৫ লাখ 

১৬ জুলাই ২০১৯

ভারি বর্ষণ ও উজানের ঢল নেমে আসায় দেশের প্রধান নদ-নদী অববাহিকায় পানি বেড়েই চলেছে। ফলে দেশের ২১টি জেলায় বন্যা ছড়িয়ে পড়েছে৷ ধারণা করা হচ্ছে, দুর্গত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ১৫ লাখ৷

Hochwasser in Rangamati, Bangladesh
ছবি: DW/H. Chakma

 দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জাতীয় দুর্যোগ সাড়াদান সমন্বয় কেন্দ্রের কাছে দুর্গত মানুষের সঠিক হিসেবটি এখনও নেই৷

বন্যায় রাস্তাঘাট, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিতে ডুবে কুড়িগ্রামে তিনটি, সিরাজগঞ্জে একটি শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে৷

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেয়া সবশেষ তথ্যে দেখা যাচ্ছে, দেশের ২৩টি পানি সমতল স্টেশনে ১৩টি নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে৷ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া বলছেন, ‘‘সার্বিকভাবে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে৷ বেশ কিছু অঞ্চলে পানি নেমে গেছে৷ বেশকিছু জায়গায় পানি বেড়েছে৷ তবে উত্তরাঞ্চল ও উত্তর মধ্যাঞ্চলে অবনতি হয়েছে৷''

সার্বিকভাবে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে:আরিফুজ্জামান ভূঁইয়া

This browser does not support the audio element.

তাঁর হিসেবে, সিলেট, সুনামঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল--এই ১১টি জেলায় এখনো বন্যা পরিস্থিতি রয়েছে৷ বাকি জেলাগুলোর অবস্থা কিছুটা উন্নতি হয়েছে জানিয়ে তিনি বলেন, পানিও দ্রুত নেমে যাচ্ছে৷

তবে পানি বাড়ার প্রবনতা দু'একদিনের মধ্যে কমে আসবে বলে মনে করছেন তিনি৷ আরিফুজ্জামান বলেন, ‘‘আগামী সপ্তাহের শুরু থেকে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নয়ন হবে৷''

বাংলাদেশ অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর এখনও সক্রিয়৷ উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে৷ তাই দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে৷

প্রতিষ্ঠানটির পরিচালক মো. শামসুদ্দীন জানিয়েছেন, ‘‘গত দশদিনে বাংলাদেশ, নেপাল, আসাম, মেঘালয়ে প্রচুর বৃষ্টিপাত হয়েছে৷ যার ফলে নদীর পানি বেড়ে গেছে৷ নদীর পানি বেড়ে যাওয়ার বিভিন্ন স্থান প্লাবিত হয়েছে৷'' তবে আসাম আর নেপালে বৃষ্টি বন্ধ হলে, নদীর পানি কমে যাবে বলে মনে করেন তিনি৷

জানমালের যাতে কোনো ক্ষতি না হয়, সেদিকেই বেশি গুরুত্ব দেয়া হচ্ছে:কাজী তাসমীন আরা আজমিরী

This browser does not support the audio element.

বন্যাসহ যেকোনো দুর্যোগ মোকাবিলা সরকার প্রস্তুত আছে বলেও জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের জাতীয় দুর্যোগ সাড়াদান সমন্বয় কেন্দ্রের উপ সচিব কাজী তাসমীন আরা আজমিরী৷ তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সঙ্গে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের নিয়ে তাঁদের সার্বিক প্রস্তুতি রয়েছে৷ জানমালের যাতে কোনো ক্ষতি না হয়, সেদিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে বলেও এই কর্মকর্তা৷

তাঁর দেওয়া হিসেব মতে, দেশের বন্যা উপদ্রুত ২১টি জেলায় এখন পর্যন্ত ২১ হাজার ৩৫০ মেট্রিক টন চাল পাঠানো হয়েছে৷ আর্থিক অনুদান দেয়া হয়েছে তিন কোটি ১৭ লাখ টাকা৷ শুকনো খাবারের ব্যাগ দেয়া হয়েছে ৮৪ হাজার৷ বন্যার সঙ্গে যেহেতু অতিবর্ষণও আছে তাই, ১৫টি জেলায় সাড়ে সাত হাজার তাঁবু পাঠানো হয়েছে৷

বন্যার জন্য প্রাকৃতিক কারণের পাশাপাশি মনুষ্য সৃষ্ট কারণও আছে: ড. আতিক রহমান

This browser does not support the audio element.

বন্যার জন্য প্রাকৃতিক কারণের পাশাপাশি মনুষ্য সৃষ্ট কারণও আছে বলে মনে করেন পরিবেশবিদ ড. আতিক রহমান৷ তিনি বলেন, ‘‘আগের মতো নদীর বহমানতা বা নেভিগেশন থাকলে চট করে পানিটা চলে যেত৷ এখন যেটা হয়েছে, পলি মাটি আসায় নদীর তলানিটা ভরাট হয়ে গেছে৷ ফলে পানিটাকে আর ধরে রাখা যায় না, সেটা ছড়িয়ে যায়৷ ফলে বন্যা বাড়তে থাকে৷ সমপরিমাণ বৃষ্টিতে আগের চেয়ে বেশি বন্যা হয়৷''

যোগাযোগ ব্যবস্থায় দেশ অনেকখানি এগিয়ে গেছে বলেও মনে করেন ড. আতিক৷ তাই মানুষের জীবনের ক্ষতিটা অনেক কমে গেছে৷ কিন্তু দেশের সার্বিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন তিনি৷ 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ