1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্যজার্মানি

২৩০০ কর্মী ছাটাই করবে জার্মানির জার্মান রেলওয়ে

১০ অক্টোবর ২০২৪

বিপুল লোকসানে থাকা জার্মান রেল অপারেটর ডয়চে বানের কার্গো কোম্পানিটি ঢেলে সাজানোর প্রক্রিয়া চলছে৷ ২৩০০ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে তারা৷ ওয়ার্ক কাউন্সিল ও ইউনিয়নের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

ডয়চে বান কার্গো স্টেশন
এ বছর প্রথম ছয় মাসেই ডয়চে বান কার্গোর লোকসান ২৬ কোটি ইউরো বা ৩৪০০ কোটি টাকায় গিয়ে ঠেকেছেছবি: Jochen Eckel/picture alliance

বুধবার এক বিবৃতিতে কোম্পানিটি বলছে তারা ইস্পাত, অটোমোটিভ, কেমিকেল, কাঁচামাল ও নিত্যপণ্যের নতুন ব্যবসা ইউনিট খুলতে চায়৷ জনগণের চাহিদা বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে তারা৷ কোম্পানিটি জানায়, প্রতিটি ইউনিট স্বতন্ত্র কোম্পানি হিসেবে কাজ করবে৷ তাদের নিজস্ব স্টাফ ও পরিবহণ থাকবে৷

ডয়চে বান কার্গো বলেছে, লজিস্টিকের বাজার এখনো খুবই চ্যালেঞ্জিং৷

'‘আমরা সে অনুযায়ী কাজ করছি এবং আরো কিছু সমন্বয় করা হবে,'' বিবৃতিতে জানায় তারা৷  এর অর্থ আরো কর্মী ছাঁটাই হতে পারে, বিশেষ করে প্রশাসন বিভাগে৷

রেলওয়ে ও ট্রান্সপোর্ট ইউনিয়নের সহ-চেয়ারম্যান কোজিমা ইনগেনশায় সিদ্ধান্তে সম্মতি জানিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, কোম্পানিটি যে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তার কারণ অব্যবস্থাপনা ও রাজনৈতিক সহযোগিতার অভাব৷

ডয়চে বান কার্গো কোম্পানিতে ৩১ হাজার লোক কাজ করেন৷ বছরের পর বছর ধরে কোম্পানি লোকসান গুণে আসছে৷ এ বছর প্রথম ছয় মাসেই তাদের লোকসান ২৬ কোটি ইউরো বা ৩৪০০ কোটি টাকায় গিয়ে ঠেকেছে৷

জেডএ/এসিবি (রয়টার্স)

ভবিষ্যতের রেলগাড়ি ঝমাঝম

01:06

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ