1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২৩২টি আসন পেল আওয়ামী লীগ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৬ জানুয়ারি ২০১৪

একতরফা ১০ম জাতীয় সংসদ নির্বাচনে এ পর্যন্ত ২৩২টি আসন পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ৷ এর পরের অবস্থানে আছে জাতীয় পার্টি৷ এছাড়া, ৮টি আসনে পুনরায় ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন৷

Bangladesch Wahlen 04. Januar 2014
ছবি: picture-alliance/AP Photo

রবিবারের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে মোট ১৪৭টি আসনে নির্বাচন হয়৷ কারণ এর আগেই ১৫৩টি আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান৷ নির্বাচনের ১৪৭টি আসনের মধ্যে ১৩৯টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে৷ আর বাকি ৮টি আসনে আবারো নির্বাচন হবে৷

এ পর্যন্ত নির্বাচনের ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ ১০৫টি আসনে জয় পেয়েছে৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১২৭ জন আওয়ামী লীগ প্রার্থী৷ সব মিলিয়ে তাদের মোট আসন হলো ২৩২টি৷

জাতীয় পার্টি নির্বাচনে পেয়েছে ১৩টি আসন৷ আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পেয়েছে ২০টি৷ সব মিলিয়ে জাতীয় পার্টির আসন সংখ্যা ৩৩টি৷ ওয়াকার্স পার্টি নির্বাচনে ৪টি এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২টি আসন পেয়েছে৷ সব মিলয়ে তাদের আসন ৬টি৷ জাসদ নির্বাচনে ৩টি এবং বিনা প্রতিদ্বন্বিতায় ২টি আসন পেয়েছে৷ সব মিলিয়ে তাদের আসন ৫টি৷ এছাড়া, জেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৷ নির্বাচনে বিএনএফ পেয়েছে একটি আসন৷ নির্বাচনে তরিকত ফেডারেশন ১৷ আর নির্বাচনে স্বতন্ত্র ১৩ জন প্রার্থী জয়ী হয়েছে৷ অর্থাৎ, ৩০০টি আসনের মধ্যে সব মিলিয়ে ২৯২টি আসনের ফলাফল চূড়ান্ত হলো৷

এই একপাক্ষিক নির্বাচনে আওয়ামী লীগ দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠাতা পেল৷ নবম জাতীয় সংসদের সর্বদলীয় নির্বাচনেও আওয়ামী লীগ দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠাতা পেয়েছিল৷ সেই নির্বাচন হয়েছির তত্ত্বাবধায়ক সরকারের অধীনে৷ এবার প্রধান বিরোধী দল বিএনপির নির্বাচন বর্জনের মধ্য দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ