1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শতাব্দীর সেরা ব়্যাপার এমিনেম

১৮ অক্টোবর ২০১২

সমকালীন ব়্যাপ-হিপ হপ সংগীতাঙ্গনে বহুল আলোচিত ও জনপ্রিয় একটি নাম এমিনেম৷ এক দশকের বেশি সময় ধরে এই মার্কিন সংগীত তারকা ধরে রেখেছেন তাঁর অসাধারণ সাফল্য৷ ১৭ই অক্টোবর পালিত হল তাঁর ৪০তম জন্মবার্ষিকী৷

ছবি: Fotolia/nikkytok

১৯৯৯ সালে গ্র্যামি পুরস্কারে ভূষিত তাঁর প্রথম অ্যালবাম ‘দ্য স্লিম শেডি' এল পি'র মধ্য দিয়ে ব়্যাপ- হিপ হপ অঙ্গণে, গীতিকার, সুরকার, প্রযোজক, অভিনেতা ও গায়ক এমিনেম এর সফল আত্মপ্রকাশ৷ ব়্যাপ সংগীতানুরাগিদের কাছে এই অ্যালবাম পায় বিপুল সমাদর৷

তার পরবর্তী দুটি অ্যালবাম পায় সমান সাফল্য ও জনপ্রিয়তা৷ তিনিই একমাত্র সংগীত শিল্পী যিনি বছরের সেরা ব়্যাপ অ্যালবামের জন্য পরপর তিনবার গ্র্যামি পুরস্কারে ভূষিত হোন৷ একবিংশ শতাব্দীর অন্যতম বেস্ট সেলার সংগীত শিল্পী হিসেবে বিশ্ব ব়্যাপ সংগীতাঙ্গণে বিশেষ স্থান অধিকার করে আছেন এমিনেম৷ বিখ্যাত মার্কিন সংগীত ম্যাগাজিন ‘রোলিং স্টোন' তাকে ‘কিং অফ হিপহপ' হিসেবে অভিহিত করেছে৷

১৩ বার গ্র্যামি ও একবার অস্কার সহ প্রায় ২৪৫টি পুরস্কারে ভূষিত হয়েছেন শতাব্দীর সেরা ব়্যাপার এমিনেমছবি: Fotolia/Freesurf

তাঁর আসল নাম মার্শাল ব্রুস ম্যাথার্স৷ জন্ম ১৯৭২ সালে মিসৌরির সেন্ট জোসেফ শহরে৷ দেড় বছর বয়সে তাঁর বাবা পরিবার ছেড়ে চলে যান৷ মায়ের সাথে অস্বচ্ছল পরিবেশে শৈশব কাটে তাঁর৷ ছোটবেলা থেকেই ব়্যাপ সংগীতের সাথে পরিচিত হয়ে ওঠেন তিনি৷ ১৪ বছর বয়সে ‘সৌল ইনটেন্ট' সংগীত গোষ্ঠীর সাথে ‘এম অ্যান্ড এম' ছদ্মনামে শুরু করেন তাঁর সংগীত জীবন৷ পরবর্তীকালে এই ছদ্মনামের প্রেক্ষিতেই এমিনেম নাম গ্রহণ করেন তিনি৷ ৯৭ সালে ‘ব়্যাপ অলিম্পিক' পুরস্কার জয় করার পর তাঁর পরিচয় হয় সংগীত প্রযোজক ড. ড্রে'র সাথে৷ আর সেই থেকেই শুরু হয় তাঁর সফল সংগীত জীবন৷ সমাজ, পারিপার্শ্বিকতা, বিশেষ করে শৈশব ও ব্যক্তিগত জীবনের অপ্রীতিকর অভিজ্ঞতার প্রকাশ পায় তাঁর গীতিকবিতায় গভীরভাবে৷

২০০২ সালে হিপহপ ভিত্তিক ছায়াছবি ‘এইট মাইল'-এ অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন এমিনেম৷ এই ছবির গান ‘লুজ ইওরসেলফ' শ্রেষ্ঠ সংগীত হিসেবে অস্কার জয় করে৷ আর কোনো ব়্যাপ সংগীত শিল্পী এই পুরস্কার অর্জন করতে পারেননি৷ তাঁর বিশ্বব্যাপী দশ কোটিরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছে৷ প্রতিষ্ঠা করেছেন তাঁর নিজস্ব রেকর্ড কোম্পানি৷ ১৩ বার গ্র্যামি ও একবার অস্কার সহ প্রায় ২৪৫টি পুরস্কারে ভূষিত হয়েছেন শতাব্দীর সেরা ব়্যাপার এমিনেম৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ