বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে একদিনে ২৪ জন মারা গেছেন৷ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে৷
বিজ্ঞাপন
শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৭ টি পরীক্ষাগারে নয় হাজার ৭২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তার মধ্যে এক হাজার ৬৯৪ জনের সংক্রমণ শনাক্ত করা হয়েছে৷ মোট আক্রান্ত ৩০ হাজার ২০৫ জন৷
নতুন ২৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে কোভিড-১৯ এ মোট প্রাণ হারালেন ৪৩২ জন৷
সবশেষ সুস্থ হয়েছেন ৫৮৮ জন৷ সবমিলিয়ে এখন পর্যন্ত ছয় হাজার ১৯০ জন সুস্থ হয়েছেন৷
‘গ্রামে যাবেন না’
সরকার ব্যক্তিগত যানে ঈদ যাত্রায় ছাড় দিলেও সবাইকে যার যার অবস্থানে থাকার আহবান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর৷ ব্রিফিংয়ে অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘‘যে যেখানে আছেন সেখানেই অবস্থান করুন৷ শহর ছেড়ে গ্রামের দিকে যাবেন না৷ যেই প্রিয় আত্মীয় স্বজনের সঙ্গে মিলিত হওয়ার জন্য আপনি শহর ছেড়ে গ্রামের দিকে যেতে চাচ্ছেন আপনার কারণে আপনার সেই প্রিয়জন (যেন) ঝুঁকিতে না পড়ে৷’’
সবার প্রতি তাঁর আহবান, ‘‘অনুগ্রহ করে আপনারা সহযোগিতা করুন৷ সরকারের সকল নির্দেশনা মেনে চলুন৷ নিজে সুস্থ থাকুন, প্রিয়জনকে সুস্থ রাখুন৷’’
উল্লেখ্য গণপরিবহন বন্ধ রাখলেও ব্যক্তিগত বাহনে ঈদ যাত্রায় সরকার ছাড় দিয়েছে বলে শুক্রবার নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৷ এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির’ একজন সদস্যও৷
এর আগে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সবাইকে যার যার অবস্থানে থেকে ঈদ পালনের নির্দেশনা দেয়া হয়েছিল৷ ১৪ মে সবশেষ ছুটির আদেশে বলা হয়েছিল, ‘‘সাধারণ ছুটি/চলাচলে নিষেধাজ্ঞার মধ্যে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না৷
করোনার শিকার ডাক্তার, নার্স, পুলিশদের কথা
করোনার রোগীদের চিকিৎসা করতে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশে কমপক্ষে ৯০ হাজার স্বাস্থ্যকর্মী সংক্রমিত হয়েছেন। অনেকে মারাও গেছেন। অনেক পুলিশ ও দমকল কর্মীরও প্রাণ কেড়েছে করোনা ভাইরাস।
ছবি: Reuters/Str.
মেক্সিকো
করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন নার্স অক্টাভো লোপেজ। অন্ত্যেষ্টিক্রিয়া শেষে তার দেহভষ্ম নিয়ে দাঁড়িয়ে আছেন বোন ক্রিস্টিনা লোপেজ। ইন্টার ন্যাশনাল কাউন্সিল ফর নার্সেস-এর তথ্য অনুযায়ী, গত ৬ মে পর্যন্ত সারা বিশ্বে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে কমপক্ষে ২৬০ জন নার্স মারা গেছেন।
ছবি: Reuters/J. Luis Gonzalez
যুক্তরাষ্ট্র
অনেক দেশেই স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা সরঞ্জাম পাননি। এ কারণে প্রতিবাদ, বিক্ষোভও হয়েছে। গত ৭ মে ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে এভাবে নিজেদের পায়ের সাদা জুতো সাজিয়ে বিক্ষোভ করেন স্বাস্থ্যকর্মীরা।
ছবি: Reuters/T. Brenner
ব্রিটেন
স্বাস্থ্যকর্মী স্বামীর মৃত্যুশোকে কাঁদছেন এক নারী। চোখের জল মুছে দিচ্ছে তিন বছরের সন্তান।
ছবি: Reuters/P. Nicholls
ভারত
দূরে দাঁড়ানো অ্যাম্বুলেন্সে শুয়ে আছেন সদ্য করোনায় সংক্রমিত হয়ে মারা যাওয়া পুলিশকর্মী।
আকাশে গুলি ছুঁড়ে তাকে শেষ বিদায় জানাচ্ছে দিল্লি পুলিশ।
ছবি: Reuters/D. Siddiqui
ফ্রান্স
ফ্রান্সের উত্তরাঞ্চলের একটি শহরে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মারা যাওয়া চিকিৎসকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন তাঁর সহকর্মীরা।
ছবি: Reuters/P. Rossignol
ইকুয়েডর
গুয়াকুলি শহরে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন এক চিকিৎসক ও তার স্ত্রী। তাদের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত স্বাস্থ্য ও দমকল কর্মীরা।
ছবি: Reuters/S. Arcos
রাশিয়া
সেন্ট পিটার্সবার্গে করোনার শিকার চিকিৎসকের ছবির সামনে দাঁড়িয়ে ষ শ্রদ্ধা জানাচ্ছেন এক পুলিশ কর্মকর্তা।
ছবি: Reuters/A. Vaganov
ব্রাজিল
সাও পাওলোর এক হাসপাতালের স্বাস্থ্যকর্মীকে শেষ বিদায় জানাচ্ছেন তার সহকর্মীরা।
উহানে করোনার প্রাদুর্ভাবের শুরুর দিকে সবাইকে সতর্ক করেছিলেন ডা. লি ওয়েনলিয়াং৷ফেব্রুয়ারির শুরুর দিকে মাত্র ৩৪ বছর বয়সে করোনায় সংক্রমিত হয়ে তিনিও মারা যান৷
ছবি: Reuters/Str.
14 ছবি1 | 14
‘‘উক্ত সময়ে সড়কপথে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান ও রেল চলাচল এবং অভ্যান্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ থাকবে এবং মহাসড়কে মালবাহী/জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ব্যতীত অন্যান্য যানবাহন কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে৷’’ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে সারাদেশে ৩০ মে পর্যন্ত গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞার কথা জানানো হয়৷