বাংলাদেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২২ হাজার ৬৬০ জনে৷ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে৷
বিজ্ঞাপন
গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৪৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়৷ তার মধ্যে ২১ শতাংশ বা তিন হাজার ৪৬২ জনের কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে৷
মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ ২২ হাজার ৬৬০ জন৷ এর মধ্যে সুস্থ হয়েছেন ৪০ শতাংশ বা ৪৯ হাজার ৬৪৬ জন৷ অন্যদিকে মোট মারা গেছেন এক হাজার ৫৮২ জন, যা মোট শনাক্তের ১.২৯ শতাংশ৷
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৩৭ জনের মধ্যে পুরুষ ২৮ জন, নারী নয়জন৷ ১১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন তিনজন৷
এফএস/কেএম
মাস্ক, গ্লাভস, পিপিইর বর্জ্য যেখানে-সেখানে
ব্যবহারের পর স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীগুলো মানুষ ফেলছেন রাস্তাঘাটে, বাড়ির আশেপাশে৷ পিপিই পড়ে থাকছে যেখানে-সেখানে৷ ঢাকা বিভিন্ন জায়গার এমন কিছু চিত্র দেখুন ছবিঘরে৷
ছবি: DW/S. Hossain
হাসপাতালের বর্জ্য
নিয়ম অনুযায়ী এসব বর্জ্য জীবাণুমুক্ত করে তারপর সুরক্ষা ব্যাগে ভরে রাখার কথা৷ কিন্তু ফেলে রাখা হয়েছে হাসপাতালের চত্বরে৷ ছবিটি ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে তোলা৷
ছবি: DW/S. Hossain
খোলা জায়গায় ব্যবহৃত মাস্ক
অনেক অসচেতন ব্যক্তি ব্যবহৃত মাস্ক ও গ্লাভস যেখানে-সেখানে ফেলে আরেক ঝুঁকি তৈরি করছেন৷ এই ছবিটি তোলা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে থেকে৷
ছবি: DW/S. Hossain
ময়লা-আবর্জনায় গ্লাভস
ব্যবহারের পর পরিত্যক্ত জিনিসপত্রের মধ্যে ফেলে দেয়া হয়েছে গ্লাভস৷
ছবি: DW/S. Hossain
ঝুলছে বাড়ির ফটকে
শুধু রাস্তা বা ফুটপাত নয়, ব্যবহারের পর ফেলে দেয়া মাস্ক, হ্যান্ড গ্লাভসের আধিক্য দেখা গেছে পয়ঃনিষ্কাশন খাল, দুই বাড়ির মাঝখানের খালি জায়গা, রাস্তার পাশের খালি জমি, বাড়ির গেটসহ বিভিন্ন স্থানে৷ এই ছবিটি মোহাম্মদপুরের একটি বাড়ির ফটকের৷
ছবি: DW/S. Hossain
আবর্জনায় সুরক্ষা সামগ্রী
ব্যবহৃত মাস্ক-গ্লাভস-পিপিই অন্যান্য আবর্জনার সঙ্গে মিলেমিশে একাকার৷ ধানমন্ডিতে একটি ফুটপাতের পাশ থেকে এই ছবিটি তোলা৷
ছবি: DW/S. Hossain
ঘরের আঙিনায়
ব্যবহৃত মাস্ক-গ্লাভস-পিপিই অনেকে বাসাবাড়ির সামনেই ফেলছেন৷ এই ছবিটি তোলা মোহাম্মদপুর বিহারি ক্যাম্প থেকে৷
ছবি: DW/S. Hossain
সবুজেও হানা
ঢাকার একটি রাস্তার সড়ক বিভাজকের সৌন্দর্যবর্ধক প্রকল্পে গ্লাভসটি পড়ে আছে৷
ছবি: DW/S. Hossain
হাসপাতালের বাইরে
হাসপাতালগুলোর বাইরে রোগী বা তাদের স্বজনরা ইচ্ছেমতো সুরক্ষা সামগ্রীগুলো ফেলছেন৷ সেগুলো ঠিকমতো পরিষ্কারও করা হচ্ছে না৷ সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে থেকে এই ছবিটি তোলা৷
ছবি: DW/S. Hossain
স্বাস্থ্য ও পরিবেশ ঝুঁকি
প্লাস্টিকের তৈরি এসব সুরক্ষা সামগ্রী পরিবেশের যেমন ক্ষতি করছে তেমনি ভাইরাস সংক্রমণেও সহযোগী হতে পারে৷ মোহাম্মদপুরের কলেজগেটে একটি চায়ের দোকানের সামনে পড়ে আছে একজোড়া গ্লাভস৷
ছবি: DW/S. Hossain
ফুটপাতে পিপিই
ধানমন্ডির ২৭ নম্বরে একটি রাস্তার পাশে অন্য আবর্জনার সঙ্গে পড়ে আছে পিপিই৷
ছবি: DW/S. Hossain
সিটি কর্পোরেশনের উদ্যোগ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম মঙ্গলবার বলেছেন, গৃহস্থালির সঙ্গে সংক্রামক বর্জ্য মেশালে সিটি কর্পোরেশন ময়লা সংগ্রহ করবে না৷ সংক্রামক বর্জ্য পৃথকভাবে রাখার জন্য ডিএনসিসি বাসাবাড়িতে তিন লাখ ব্যাগ বিতরণ করবে বলেও জানান তিনি৷