1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২৪ ঘন্টার মাথায় বাড়ল সিএনজির দাম

১৯ সেপ্টেম্বর ২০১১

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর পরই প্রতি ইউনিট গ্যাসের দাম ২৫ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে৷ আজ মধ্যরাত থেকেই বাংলাদেশে এই নতুন দাম কার্যকর হচ্ছে৷ এর প্রভাব পড়তে শুরু করেছে জনজীবনে৷

জ্বালানির দাম বাড়লেই মানুষের ভোগান্তিছবি: DW/Harun Ur Rashid Swapan

পেট্রোল, অকটেন, ডিজেল এবং কেরোসিনের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়ান হয়েছে৷ আর ফার্নেস অয়েলের দাম বাড়ার হয়েছে লিটারে ৮ টাকা৷ আর এই দাম বাড়ানোর কারণে কয়েকটি রুটে আজ থেকেই বাস ভাড়া বেড়ে গেছে৷

আর সাধারণ মানুষ এই বাড়তি ভাড়ার চাপ নিতে গিয়ে অনেকটা অসহায় হয়ে পড়েছেন৷ জ্বালানি তেলের দাম বাড়ায় জেনারেটারেরর ব্যবহার কমিয়ে দিয়েছে কোন কোন কারখানা৷ বিদ্যুত না থাকলে জেনারেটরের মাধ্যমে বিকল্প বিদ্যুত উৎপাদন করে কারখানাগুলো৷ খুচরা পর্যায়ে জ্বালানি তেল সরবরাহকারী পাম্প ষ্টেশনের মালিকরা জানান, জ্বালানি তেলের দাম বাড়লেও সরবরাহের কোন ঘাটতি নেই৷

পরিবহনের খরচ বাড়লে পাল্লা দিয়ে বাড়ে জিনিসপত্রের দামছবি: picture-alliance/ dpa

জ্বালানি তেলের দাম বাড়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী দল বিএনপি৷ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এতে সাধারণ মানুষের দুর্ভোগ আরো বাড়বে৷

আর আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় বাংলাদেশেও জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সরকারের কোন উপায় ছিলনা৷

এদিকে আজ রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস বা সি এনজির দাম আরেক দফা বাড়ানো হয়েছে৷ প্রতি ইউনিট সিএনজির দাম বাড়ানো হয়েছে ৫ টাকা৷ আজ মধ্যরাত থেকে এই বাড়তি দাম কার্যকর হবে৷ ৪ মাস আগেও একবার সিএনজির দাম বাড়ান হয়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ