1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুই দলের ‘শোডাউন'

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১১ অক্টোবর ২০১৩

আগামী ২৫শে অক্টোবর ঢাকায় সমাবেশ ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং প্রধান বিরোধী দল বিএনপি৷ আওয়ামী লীগ বঙ্গবন্ধু এভিনিউতে এবং বিএনপি নয়া পল্টনে এই সমাবেশ করবে৷ ২৫শে অক্টোবর থেকে দেশ অচল করে দেয়ার ঘোষণা আছে বিএনপির৷

TO GO WITH Bangladesh-vote-Zia-Hasina,PROFILE by Shafiq Alam (FILES) In this combination of pictures created on December 23, 2008, Bangladesh's last prime minister Khaleda Zia (L) and last opposition leader Sheikh Hasina Wajed (R) gesture during their respective political rallies in Dhaka on December 21, 2005 and February 5, 2006. Bangladesh's feuding former prime ministers are fighting to return to power in elections next week that will restore democracy after two years of army-backed government. Despite international hopes that Bangladeshi politics could open up a new chapter, either Sheikh Hasina Wajed or Khaleda Zia -- nicknamed the 'battling begums' for their longstanding rivalry -- will soon be back in control. Both women, from opposing political dynasties, were jailed for a year on corruption charges by the current regime but deals have seen them released from custody to ensure they take part in the vote. Sheikh Hasina, who is seen as the favourite to win, ruled Bangladesh from 1996-2001 but has struggled to escape from the shadow of her father who led the country to independence before being assassinated in a military coup. The killings in 1975 wiped out almost all of Sheikh Hasina's family including her mother, three brothers, and father, president Sheikh Mujibur Rahman, who led Bangladesh in its liberation struggle against Pakistan in 1971. AFP PHOTO/Farjana K. GODHULY/FILES (Photo credit should read FARJANA K. GODHULY/AFP/Getty Images)
ছবি: Getty Images/AFP/FARJANA K. GODHULY

বিএনপি নয়াপল্টনে এই সমাবেশ করতে এরই মধ্যে পুলিশের কাছে আবেদন জানিয়েছে৷ এই সমাবেশ থেকেই চূড়ান্ত আন্দোলন শুরু হবে বলে ডয়চে ভেলেকে জানান বিএনপি-র চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু৷ তবে তিনি দাবি করেন এই সমাবেশ যাতে না হতে পারে, সে জন্য সরকার নানা অপতত্‍পরতা শুরু করেছে৷ তিনি বলেন, সরকারি দল আগে থেকে না বললেও হঠাত্‍ করেই একই দিনে বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ ডেকেছে৷ তারা চায় একটি সংঘাত-সংঘর্ষ সৃষ্টি করতে৷

তিনি আরও বলেন, ‘‘একই দিনে আওয়ামী লীগ সমাবেশ ডেকে ১৪৪ ধারা জারি বা অন্য কোন উপায়ে বিএনপি-র সমাবেশ বন্ধ করতে চায়৷ তারা আসলে ভয় পেয়েছে৷ তবে তাদের কোনো চেষ্টা সফল হবেনা৷'' দুদু দাবি করেন, ২৪শে অক্টোবরের পর কার্যত দেশে কোনো সরকার থাকবেনা৷ জনগণই ১৪৪ ধারা অথবা কারফিউ জারি করবে সরকারের বিরুদ্ধে৷ তাই তাদের উচিত সময় থাকতেই সরে দাঁড়ানো অথবা বিরোধী দলের দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা৷ নয়তো ২৫শে অক্টোবর সমাবেশের মাধ্যমে বিএনপি যে চূড়ান্ত আন্দোলন শুরু করবে, তাতে দেশ অচল হয়ে পড়বে৷ অবরুদ্ধ হয়ে পড়বে রাজধানী ঢাকা৷

মাহবুবুল আলম হানিফ বলেন, ২৪শে অক্টোবরের পর কেউ যদি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, দেশের আইন-শৃঙ্খলা বাহিনী তা প্রতিহত করবেছবি: Reuters

তিনি অভিযোগ করেন, গণরোষ থেকে বাঁচতে সরকার এখন পুলিশকে যথেচ্ছভাবে ব্যবহার করছে৷ কয়েকদিন ধরে সারা দেশে নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে৷ তাই আইন-শৃঙ্খলা বাহিনীকে জনগণের বিরুদ্ধে অবস্থান না নেয়ার অনুরোধ জানান দুদু৷

এর জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ডয়চে ভেলেকে বলেন, ২৫শে অক্টোবর মহানগর আওয়ামী লীগ বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ ডেকেছে৷ আর এই সমাবেশ ডাকার পিছনে বিএনপি-র সমাবেশ বানচালের কোন উদ্দেশ্য নেই৷ গণতান্ত্রিক রীতি অনুযায়ী যে যার সমাবেশ করবে৷ আওয়ামী লীগ কারুর গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চায়না৷

তিনি বলেন, ‘‘সরকার তার মেয়াদ পূর্ণ করবে এবং একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে৷ যারা বলেন ২৪শে অক্টেবরের পর দেশে কার্যত কোন সরকার থাকবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন৷ সংসদের অধিবেশন শেষ হলেই সরকার শেষ হয়ে যাবে এমন ভাবার কোন কারণ নেই৷'' তাঁর কথা, আওয়ামী লীগ জনগণের দল৷ জনগণকে সঙ্গে নিয়েই তারা কাজ করবে৷ কারুর হুমকিতে কোন কাজ হবেনা৷

মাহবুবুল আলম হানিফ বলেন, ২৪শে অক্টোবরের পর কেউ যদি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, দেশের আইন-শৃঙ্খলা বাহিনী তা প্রতিহত করবে৷ আওয়ামী লীগ তাদের প্রতিহত করবেনা৷ এটা আওয়ামী লীগের কাজও নয়৷ তবে আওয়ামী লীগ একটি বৃহত্‍ রাজনৈতিক দল৷ ক্ষমতায় থাকলেও কখনোই তার রাজনৈতিক কার্যক্রম থেমে থাকেনা৷ ২৪শে অক্টোবরের পরও তাই থেমে থাকবেনা আওয়ামী লীগ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ