1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউ বাজেট

৯ ফেব্রুয়ারি ২০১৩

ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের মধ্যে আপোস খুঁজে বের করার কাজ যে কতোটা শক্ত হয়ে উঠেছে, তা আবার প্রমাণ হল ব্রাসেলসে৷ ২০১৪ থেকে ২০২০ সালের বাজেট নির্ধারিত হল অনেক টানাপোড়েনের পর৷

ছবি: Reuters

‘এটা হয়ত কারোরই মনের মতো বাজেট নয়, তবে সবার জন্যই কিছু কিছু আছে,'' বলেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট হ্যার্মান ফান রম্পয়৷ ‘‘এই আপোসে ইইউ নেতৃবর্গের যৌথ দায়িত্বের মনোভাব প্রকাশ পেয়েছে৷''

ইউরোপীয় ইউনিয়নের বাজেটকে আবার বাজেট না বলে মাল্টি-অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল ফ্রেমওয়ার্ক বা বহু-বাৎসরিক আর্থিক কাঠামো, সংক্ষেপে এমএফএফ বলা হয়৷ এটা নির্ধারণ করা অতীতেও মুশকিল ছিল৷ এবার ছিল অতিশয় মুশকিল৷

রম্পয় সন্তুষ্টছবি: Reuters

তার নানা কারণ ছিল৷ ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাঁর নিজের রক্ষণশীল দলের ইউরো-নিন্দুকদের খুশি করার জন্য প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে, এবার তিনি কোনোমতেই ঐ বাজেট বাড়তে দেবেন না৷ আর অনুদানের ক্ষেত্রে ব্রিটেন যে রিবেট বা ছাড় পেয়ে থাকে, তারও কোনো নড়চড় হবে না৷

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সরাসরি বাজেট কমানোর সপক্ষে না হলেও, জার্মানির প্রদেয় অনুদানটা যাতে না বাড়ে, সেটা নিশ্চিত করতে চেয়েছিলেন – কিন্তু পুরোপুরি সফল হননি৷ ওদিকে ফ্রান্সের নতুন সমাজতন্ত্রী প্রধানমন্ত্রী ফ্রঁসোয়া ওলঁদ একাধারে জাতীয় স্বার্থ এবং দক্ষিণ ইউরোপের সংকটপীড়িত দেশগুলির স্বার্থরক্ষা করতে চেয়েছিলেন৷ তাঁর দাবি ছিল, কৃষিক্ষেত্রে ভর্তুকি কমালে চলবে না৷ অন্যদিকে প্রবৃদ্ধির জন্য আর্থিক প্রেরণার ব্যবস্থা করতে হবে৷

নিজেকে জয়ী মনে করছেন ক্যামেরনছবি: Getty Images

বাজেট কমানো, অন্তত না বাড়ানো নিয়ে তকরারে একদিকে ছিল ব্রিটেন, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস ও সুইডেন – অন্যদিকে ফ্রান্স ও ইটালি৷ সুতরায় ব্রিটেন এই শীর্ষবৈঠকে একঘরে হয়ে থাকবে, এই ভবিষ্যদ্বাণীটা ভুল প্রমাণিত হয়েছে৷ ক্যামেরন তো প্রায় নির্লজ্জভাবে নিজেকে বিজয়ী হিসেবেই পরিবেশন করেছেন: তিনি যা যা লক্ষ্য নিয়ে ব্রাসেলসে এসেছিলেন, তার সব কটিই নাকি পূর্ণ হয়েছে৷

বিশেষ কিছুই বলছেন না আঙ্গেলা ম্যার্কেলছবি: picture-alliance/dpa

বাজেট কমছে তিন শতাংশ, কৃষি ভর্তুকিও কিছুটা কমানো হচ্ছে এবং প্রবৃদ্ধি তহবিলেরও ব্যবস্থা রাখা হয়েছে৷ কাজেই সকলের জন্যই কিছু না কিছু আছে, রম্পয় যেমন বলেছিলেন৷ মুশকিল এই যে, ইউরোপীয় সংসদের প্রায় কোনো দলই ইউরোপীয় পরিষদের এই আপোসে সন্তুষ্ট নয়৷ এমনকি এই বাজেট সংসদে প্রথমবার পেশ হবার সময়েই প্রত্যাখ্যাত হতে পারে, এমন হুমকিও শোনা যাচ্ছে৷ ওদিকে এই প্রথমবার বাজেট পাস করাতে সংসদের অনুমোদন দরকার৷ রক্ষণশীল, সমাজতন্ত্রী, উদারপন্থি ও সবুজ, এই চার সংসদীয় গোষ্ঠীর প্রধানেরা বলে দিয়েছেন, তাঁরা এই আপোস মানবেন না৷

সব মিলিয়ে আগামী সাত বছরের বাজেট দাঁড়িয়েছে ৯৬০ বিলিয়ন ইউরোয়, অর্থাৎ এক ট্রিলিয়নের অঙ্ক ছোঁয়নি, বরং যা ভাবা গেছিল তার চেয়ে ৩৪ বিলিয়ন ইউরো কম হয়েছে৷ এখন দেখা যাচ্ছে সরকারি পক্ষে জার্মানির ম্যার্কেল, ফ্রান্সের ওলঁদ, ইটালির মারিও মন্টি কি স্পেনের মারিয়ানো রাখয়, সবাই খুশি৷

পরবর্তী ঝগড়া-কাজিয়া অবধি, ইইউ'এর যা রীতি৷

এসি/এআই (ডিপিএ, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ