1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২৫ হাজার ফুট উঁচু থেকে প্যারাসুট ছাড়াই লাফিয়ে পৃথিবীতে!

৩ আগস্ট ২০১৬

লুক আইকিন্স৷ ৪২ বছর বয়স তাঁর৷ এর আগে প্রায় ১৮ হাজার বার প্লেন থেকে লাফিয়ে পৃথিবীতে নেমে এসেছেন৷ তবে এবারের লাফটি ছিল রেকর্ড৷ কারণ এবার আর তিনি প্যারাসুটের সাহায্য নেননি৷

অ্যামেরিকার স্কাইড্রাইভার লুক আইকিন্স
ছবি: picture alliance/AP Photo/J. C. Hong

শনিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের কাছে সিমি ভ্যালিতে এই রেকর্ডটি করেন স্কাইডাইভার আইকিন্স৷ একটি টেলিভিশন অনুষ্ঠানের অংশ হিসাবে তিনি প্রায় ২৫ হাজার ফুট বা ৭,৬২০ মিটার উঁচুতে থাকা একটি বিমান থেকে লাফ দেন৷ এর দুই মিনিট পর ভূমিতে তাঁর জন্য বিছানো একটি জালের উপর পড়েন তিনি৷ প্লেন থেকে নামার সময় তিনি সঙ্গে কোনো প্যারাসুট নেননি৷ অর্থাৎ কোনো কিছুর সাহায্য ছাড়াই তিনি এত উঁচু থেকে মাটিতে নেমে আসেন৷ সে সময় ভূমিতে অন্য অনেকের মতো তাঁর জন্য অপেক্ষায় ছিলেন তাঁর স্ত্রী ও চার বছরের ছেলে৷

Skydiver completes highest-ever jump without parachute

01:04

This browser does not support the video element.

উল্লেখ্য, আইকিন্সই প্রথম ব্যক্তি যিনি প্যারাসুট ছাড়াই এই কাজ করলেন৷ তাঁর এই রেকর্ড ভাঙা কীর্তিটি ফক্স টেলিভিশনে সরাসরি দেখানো হয়৷

জেডএইচ/ডিজি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ