সোমবার সুইজারল্যান্ডের দাভোসে সম্পদের অসম বন্টন নিয়ে প্রকাশিত এক রিপোর্টে এ কথা জানিয়েছে অক্সফাম৷ তারা এই অসমতা দূর করতে ধনীদের সম্পদের ওপর আরো কর আরোপের পরামর্শ দিয়েছে৷
বিজ্ঞাপন
দাভোসে শুরু হতে যাওয়া ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের সম্মেলনের ঠিক আগে এই রিপোর্ট প্রকাশ করলো ২০টি দাতব্য সংস্থার সমন্বয়ে গঠিত কনফেডারেশন অক্সফাম ইন্টারন্যাশনাল৷ রিপোর্টে বলা হয়েছে, সবচেয়ে ধনী ২৬ জনের সম্পদ সবচেয়ে গরিব ৩৮০ কোটি মানুষের সম্পদের সমান৷ ২০১৮ সালে বিশ্বের এই বিলিয়নেয়াররা সম্মিলিতভাবে প্রতিদিন ২ দশমিক ৫ বিলিয়ন ডলার করে কামিয়েছেন৷ অথচ বিশ্বের অর্ধেক গরিব জনগোষ্ঠী প্রতিদিন হারিয়েছে ৫০ কোটি ডলার৷ অর্থাৎ, ধনী-গরিবের সম্পদের ব্যবধান ক্রমাগত বেড়েই চলেছে৷
বিবৃতিতে আরো বলা হয়, ‘‘সরকারগুলোকে সিদ্ধান্ত নিতে হবে যে, তারা তাদের সব নাগরিককে সম্মান নিয়ে বাঁচতে দেবে, নাকি কিছু মানুষকে অতিমাত্রায় সম্পদশালী করে রাখবে৷''
পৃথিবীর লজ্জা: শত কোটি গরিবের সমান ৬২ জন বড়লোক!
বিশ্বে ধনীর সংখ্যা কমছে, কিন্তু বাড়ছে দরিদ্র আর দারিদ্র্য৷ আন্তর্জাতিক সাহায্য সংস্থা অক্সফাম-এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সবচেয়ে ধনী ৬২ ব্যাক্তির মোট সম্পদ বিশ্বের মোট জনসংখ্যার সবচেয়ে দরিদ্র ৫০ শতাংশ মানুষের সমান!
ছবি: Colourbox/M. Shmeljov
পৃথিবীর লজ্জা
বিশ্বের মোট জনসংখ্যা এখন ৭৩০ কোটির মতো৷ এই ৭৩০ কোটির মধ্যে মাত্র ৬২ জনের টাকার জোরের কাছে বলতে গেলে সবাই-ই নত৷ সোমবার ‘এক শতাংশের অর্থনীতি’ শিরোনামের এক প্রতিবেদনে অক্সফাম জানিয়েছে, এ মুহূর্তে সবচেয়ে ধনী ৬২ ব্যাক্তির মোট সম্পদ বিশ্বের মোট জনসংখ্যার সবচেয়ে দরিদ্র ৫০ শতাংশ মানুষের সমান!
ছবি: picture-alliance/AP Images/B. Curtis
নিরন্নের আর্তনাদ, ধনকুবেরের আস্ফালন
বিশ্বে কোটি মানুষ এখনো অর্ধাহারে, অনাহারে দিন কাটাচ্ছে৷ সিরিয়ায় তিনটি মাস প্রায় না খেয়ে থেকেছে কত নারী, শিশু! ঠিক এই সময়েই অক্সফাম প্রকাশ করেছে এই প্রতিবেদন৷
ছবি: Aktivisten aus Madaja
ধনী কমছে, ধনীর ধন বাড়ছে
পাঁচ বছর আগে বিশেষ মাপকাঠিতে বিশ্বের সবচেয়ে ধনীদের তালিকায় যেখানে ছিল মোট ৩৮৮জন, একই মাপকাঠিতে সেই তালিকায় এখন স্থান পাচ্ছেন মাত্র ৬২ জন৷ এই হিসেব অনুযায়ী, ধনীর সংখ্যা যদিও কমছে, কিন্তু দরিদ্র মানুষ বা তাঁদের দারিদ্র্য কমছে না৷
ছবি: picture-alliance/AP Photo/K. Jebreili
গরিব আরো গরিব
এ সপ্তাহেই দাভোসে বসছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডাব্লিউইএফ)-এর শীর্ষ সম্মেলন৷ গত বছর এই সম্মেলনের আগেই অক্সফাম জানিয়েছিল, বিশ্বের মোট জনগোষ্ঠীর সবচেয়ে দরিদ্র ৫০ শতাংশ মানুষের মোট সম্পদের পরিমাণকে ছাড়িয়ে যাবে বিশ্বের এক শতাংশ ধনী৷ এবার অক্সফাম বলছে, বিশ্বের সবচেয়ে ধনীদের সঙ্গে অন্যদের ব্যবধান এক বছরে অনেক বেড়েছে৷সাড়ে তিনশ কোটি দরিদ্র মানুষের মোট সম্পদ আগে যা ছিল তার চেয়ে শতকরা ৪১ ভাগ কমেছে৷
ছবি: picture-alliance/AP Photo
ধনীর ধনসম্পদ বেড়েই চলেছে
আরেকটি বিষয়ও বেরিয়ে এসেছে অক্সফাম-এর এই গবেষণায়৷ ফোর্বস ম্যাগাজিনের তালিকায় স্থান পাওয়া বিশ্বের সবচেয়ে ধনী ৬২ জন বিলিয়নিয়ারের সম্পদের পরিমাণ ৪৪ শতাংশ বেড়েছে৷
ছবি: Colourbox/M. Shmeljov
5 ছবি1 | 5
হিসেবে দেখা যায়, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোসের সম্পদ গত বছর বেড়ে দাঁড়িয়েছে ১১২ বিলিয়ন ডলারে, যা ১০ কোটি ৫০ লাখ মানুষের দেশ ইথিওপিয়ার এক বছরের স্বাস্থ্য বাজেটের সমান৷
‘‘সারাবিশ্বেই মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা গেছে,'' এক বিবৃতিতে বলেন অক্সফামের নির্বাহী পরিচালক উইনি বিয়ানিইমা৷
সংস্থাটির মতে, ধনীদের সম্পদের ওপর মাত্র ০ দশমিক ৫ ভাগ কর বাড়ালেই যত টাকা পাওয়া যাবে, তা দিয়ে যে ২৬ কোটি শিশু পড়াশোনার সুযোগ পাচ্ছে না, তাদের স্কুলে ফেরত নেয়া সম্ভব এবং স্বাস্থ্য সেবা দিয়ে আরো ৩৩ লাখ মানুষের জীবন বাঁচানো যাবে৷