1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন

২০ এপ্রিল ২০২১

বাংলাদেশে চলমান সর্বাত্মক লকডাউনের মেয়াদ ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে৷ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার৷

Coronavirus Bangladesch Dhaka | Lockdown
ছবি: Mohammad P. Hossain/REUTERS

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘‘করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক বিশেষ ফ্লাইট চলাচল, ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখাসহ পূর্বের সকল বিধি-নিষেধ আরোপের সময়সীমা আগামী ২১ এপ্রিল মধ্যরাত থেকে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হল৷''

এর আগে গত ১৪ এপ্রিল থেকে দেশে চলছে ‘সর্বাত্মক লকডাউন' শুরু হয়৷ পূর্ব ঘোষণা অনুযায়ী ২১ এপ্রিল পর্যন্ত এসব বিধিনিষেধ কার্যকরের কথা বলা হয়েছিল৷   

বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর জানিয়েছে গত রোববার রাতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাতে ‘কঠোর লকডাউন' আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করা হয়েছিল৷

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘সায়েন্টিফিক্যালি তো ১৪ বা ১৫ দিন লকডাউন না হলে সংক্রমণের চেইনটা পুরোপুরি ভাঙা সম্ভব হয় না৷ সেই প্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত আগের শর্ত মেনে লকডাউন কন্টিনিউ করবে৷''

চলমান লকডাউনে গণপরিবহন চলাচলসহ বিভিন্ন নিষেধাজ্ঞা রয়েছে৷ শুরুতে সব ধরনের ফ্লাইট বাতিল করা হলেও পরে প্রবাসীদের বিদেশ গমণে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়৷ এছাড়া জরুরি সেবা কার্যক্রম ছাড়া সরকারি, আধা সরকারি ও বেসরকারি অফিস বন্ধ রয়েছে৷ তবে খোলা রয়েছে ব্যাংক ও শিল্প কারখানাগুলো৷

এফএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ