1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছেলেকে আটকে রাখার সন্দেহে গ্রেপ্তার মা

২ ডিসেম্বর ২০২০

দীর্ঘ ২৮ বছর ছেলেকে স্টকহোমের এক অ্যাপার্টমেন্টে আটকে রাখায় মাকে আদালতে দাঁড়াতে হবে৷ আটকে রাখার খবর এক আত্মীয় জানানোর পর পুলিশ ছেলেকে ফ্ল্যাট থেকে উদ্ধার করে৷

স্টকহোমের এক অ্যাপার্টমেন্ট বিল্ডিং
এই ভবনের এক অ্যাপার্টমেন্টে আটকে রাখা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছেছবি: Jonathan Nackstrand/AFP

এত বছর ছেলেকে আটকে রাখার সন্দেহে মাকে গ্রেপ্তার করা হয়েছে, জানিয়েছে মঙ্গলবার সুইডেনের পুলিশ৷ স্টকহোম পুলিশের মুখপাত্র ওলা অস্টারলিং সংবাদ সংস্থাকে জানায়, ২৮ বছর স্টকহোমের দক্ষিণে হেনিঞ্জে এলাকার এক ফ্ল্যাটে ছেলেকে আটকে রেখে ছেলের স্বাধীনতা হরণ এবং শারীরিক ক্ষতি করা হয়েছে৷ প্রতিবেদনে জানানো হয় ছেলের ১২ বছর বয়সে মা তাকে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় এবং তখন থেকেই বাড়িতে তালা দিয়ে আটকে রাখে৷ ২৮ বছর বন্দি থাকা মানুষটিকে খুঁজে পায় এক তাদের আত্মীয়৷ যার পায়ে ঘা, ভালো করে হাঁটতে বা কথা বলতেও পারেনা আর দাঁত প্রায় নেই-ই বলা যায়৷

সুইডিশ পুলিশের মুখপাত্র অস্টারলিং এ বিষয়ে বিস্তারিত জানাতে চাননি তবে তিনি শুধু বলেন, ‘‘এতদিন বন্দি থাকা মানুষটি এখন হাসপাতালে তবে তার আঘাতগুলো মারাত্মক নয়৷’’

নাম না জানা আত্মীয়টি জানান, ‘‘আমি জানতাম যে মা তার ছেলের জীবনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে কিন্তু তাই বলে এমন অবস্থা কখনো ভাবিনি৷ আমি কৃতজ্ঞ যে দেরিতে হলেও ছেলেটি সাহায্য পেয়েছে এবং বেঁচে আছে৷’’

সুইডিশ কর্তৃপক্ষ জানিয়েছে, মা তার নিজের অপরাধ অস্বীকার করেছেন৷

এনএস/কেএম (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ