1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যে কারণে ক্ষমা চাইলো স্টারবাকস

১৭ এপ্রিল ২০১৮

৪৫ সেকেন্ডের ছোট এ ভিডিওটি দেখা গেছে কৃষাঙ্গ দু'জনের কাছে এমনকি সামান্য ব্যাগ পর্যন্ত ছিল না৷ পরে বিচারক তাদের বেকসুর খালাস দিলেও বর্ণবাদী আচরণের কারণে টুইটারে স্টারবাকস বর্জনের দাবিতে উঠেছে ঝড়৷

Starbucks - Cafe mit Logo
ছবি: picture-alliance/dpa/T. Hase

অ্যামেরিকার ফিলাডেলফিয়ার স্টারবাকস-এর একটি শাখার টয়লেট ব্যবহার করতে গিয়েছিলেন দু'জন কৃষ্ণাঙ্গ ৷ কিন্তু যেহেতু তারা কিছু কেনেননি, এ অজুহাতে ঐ শাখার একজন কর্মী তাদেরকে টয়লেট ব্যবহার করতে দিতে বাধা দিয়েছেন৷ এই ঘটনা নিয়ে বিতণ্ডার এক পর্যায়ে বিক্রয়কর্মী পুলিশ ডাকেন৷

টুইটার ও ইউটিউবে ভাইরাল হওয়া এক ভিডিওটিতে দেখা গেছে, এর কিছুক্ষণ পর একদল পুলিশ এসে কৃষ্ণাঙ্গ দু'জনকে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে৷ এ সময় একজন শ্বেতাঙ্গকে বলতে শোনা যাচ্ছিল – ‘‘এটা খুবই হাস্যকর৷ তাদের অপরাধ কী? তারা এখানে আমার সাথে দেখা করতে এসেছে৷''

৪৫ সেকেন্ডের ছোট এ ভিডিওটি দেখা গেছে কৃষাঙ্গ দু'জনের কাছে এমনকি সামান্য ব্যাগ পর্যন্ত ছিল না৷ এ ঘটনায় অপরাধ সংগঠিত হওয়ার পর্যাপ্ত প্রমাণের অভাবে আটকদের ছাড়া হয়েছে ঠিকই, কিন্তু টুইটারে উঠেছে প্রতিবাদের ঝড়৷

১২ এপ্রিল ওই ভিডিও প্রকাশের পর টুইটারে মোট ভিউ হয় ৮ মিলিয়ন৷ স্টারবাকস-এর বর্ণবাদী এ আচরণের প্রেক্ষিতে খোলা হয় একটি হ্যাশট্যাগ – #BoycottStarbucks৷ পরে স্টারবাকস-এর প্রধান নির্বাহী কেভিন আর জনসন এ ঘটনায় ক্ষমা চেয়ে বিবৃতি দেন৷ ভিডিওটি রিটুইট হয়েছে ১ লাখ ৬২ হাজার বার৷ ফেইসবুকেও এ ঘটনাটির ভিডিও ভিন্ন অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে৷ ভিউ হয়েছে লক্ষাধিকবার৷ আর ইউটিউবে চারদিনে এটা দেখা হয়েছে ৫ লাখ ৬৬ হাজার বারেরও বেশি৷

এইচআই/ডিজি (নিউ ইয়র্ক টাইমস)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ