1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৩০ ঘন্টা হরতালের শেষ ৬ ঘন্টা ছিল ঢিলে ঢালা

১১ জুলাই ২০১১

সমমনা ১২টি ইসলামি রাজনৈতিক দলের টানা ৩০ ঘন্টার হরতাল শেষ হয়েছে আজ দুপুর ১২টায়৷ তারা এক সংবাদ সম্মেলনে জনিয়েছে, সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস শব্দগুলো ফিরিয়ে না আনলে তারা আরো কঠোর কর্মসূচি দেবে৷

Saarc Foara in dhaka, bangladesh, Foto: Harun Ur Rashid Swapan/DW, eingepflegt: Januar 2011, Zulieferer: Mohammad Zahidul Haque
রাস্তায় যানবাহন চলাচল ছিল প্রায় স্বাভাবিকছবি: DW/Harun Ur Rashid Swapan

টানা ৩০ ঘন্টার হরতালের আজকের শেষ ৬ ঘন্টা ছিল ঢিলে ঢালা৷ ইসলামি দলগুলোর এই হুংকার আর বক্তৃতা তাদের অফিসের গেটেই সীমাবদ্ধ ছিল৷ কোন রাস্তা বা সড়কে হরতাল সমর্থক কাউকে মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি৷

রাস্তায় যানবাহন চলাচল ছিল প্রায় স্বাভাবিক৷ অফিস আদালত, ব্যাংক-বিমা ও শিল্প প্রতিষ্ঠানে কাজ হয়েছে যথারীতি৷ গতকাল সংঘর্ষের কারণে যে কাঁচপুর রণক্ষেত্রে পরিণত হয়েছিল সেখানেও আজ ছিলনা কোন উত্তাপ৷ জানালেন পুলিশের দায়িত্বরত কর্মকর্তা ইসমাইল হোসেন৷

আর এই হরতাল নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া৷ তারা মনে করেন, হরতাল দিয়ে জনদুর্ভোগ না বাড়িয়ে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে৷

গতকাল সংঘর্ষের কারণে যে কাঁচপুর রণক্ষেত্রে পরিণত হয়েছিল সেখানেও আজ ছিলনা কোন উত্তাপছবি: AP

এদিকে ১২টি সমমনা ইসলামি রাজনৈতিক দল এক সংবাদ সম্মেলনে ৩০ ঘন্টার হরতালকে সফল দাবি করেছে৷ সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইসলামি আন্দোলনের প্রধান মাওলানা রেজাউল করিম বলে,ন তারা দাবি আদায়ে প্রয়োজনে লাগাতার হরতাল দেবেন৷

অন্যদিকে ৩০ ঘন্টার হরতাল শেষ হওয়ার নগরীর মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন৷ তারা মনে করেন, আর হরতাল নয় সংকট নিরসনে প্রয়োজন রাজনৈতিক সমঝোতা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ