1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৩০ নভেম্বরের পর আরো হরতাল দেবে বিএনপি

২৭ নভেম্বর ২০১০

বিএনপি মনে করে সংসদ অকার্যকর, তাই এই সংসদে তারা আর যোগ দেবেনা৷ বিএনপি নেতা মওদুদ আহমেদ বলেছেন, আরো হরতাল দিয়ে আন্দোলন বেগবান করা হবে৷

Bangladesh, opposition, Awami League, activists, tussle, police, woman, strike, Dhaka, নভেম্বর, হরতাল, বিএনপি, ঢাকা, বাংলাদেশ
ফাইল ছবিছবি: AP

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করলে কোন সংকট সৃষ্টি হবেনা৷

শনিবার ঢাকায় এক আলোচনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ এমপি সংসদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘সংসদকে পাশ কাটিয়ে সংবিধান পুনর্মুদ্রণের উদ্যোগ নিয়ে এই সরকার সংসদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ওপর আঘাত হেনেছে৷’ তিনি সংসদের সিদ্ধান্ত ছাড়া সংবিধান পুনর্মুদ্রণ বন্ধের আহবান জানান৷ মওদুদ বলেন, ‘সংসদ যেহেতু আর কোন অর্থেই কার্যকর নেই তাই বিরোধী দলের এমপিদের সংসদে যাওয়ার প্রশ্নই ওঠে না৷’

তিনি দাবী করেন, সরকার মানুষের কোন আকাঙ্ক্ষাই পূরণ করেনি৷ বিরোধী দলের সঙ্গে আলোচনার সব পথও বন্ধ করে ফেলেছে৷ তাই ৩০ নভেম্বরের হরতালের পর আরো হরতাল দেয়া হবে৷ এর মাধ্যমে সরকার বিরোধী আন্দোলন বেগবান করার কথা বলেন তিনি৷

অন্যদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করলে কোন সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই৷ তবে তিনি মনে করেন, তাঁরা সংসদ থেকে পদত্যাগ করবেন না৷ তিনি বলেন, বিএনপির কোন কোন নেতা বিচ্ছিন্নভাবে পদত্যাগের হুমকির কথা বলেছেন৷ কিন্তু তাদের সংসদীয় কমিটি এ বিষয়ে কোন আলোচনা করেনি, নেয়নি কোন সিদ্ধান্ত৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ