1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এলজিবিটি সম্প্রদায়ের নতুন পিটিশন

২৯ জুন ২০১৬

ভারতীয় দণ্ড-বিধির ৩৭৭ অনুচ্ছেদের বিরুদ্ধে আবারো পিটিশন দায়ের করেছেন এলজিবিটি সম্প্রদায়ের কয়েকজন সেলিব্রেটি৷ ঐ অনুচ্ছেদে দু’টি পূর্ণবয়স্ক সমলিঙ্গের মানুষের মধ্যে সহমতের ভিত্তিতে হওয়া যৌন সম্পর্ককেও অপরাধ বলে ধার্য করা হয়৷

ভারতে সমকামিতা বর্তমানে অবৈধ!
ছবি: picture-alliance/dpa

ঋতু ডালমিয়া, আমন নাথ এবং নৃত্যশিল্পী এনএস জোহর-এর মতো তারকারা সমাকামীদের অধিকারের জন্য ৩৭৭ অনুচ্ছেদটি বাতিলের জন্য সুপ্রিম কোর্টে বুধবার আবেদন করেছিলেন৷ গ্রীষ্মকালীন ছুটির পর এ দিন প্রথম আদালত বসে৷ আবেদনে তাঁরা বলেছিলেন, এই দণ্ডবিধির কারণে তাঁদের অধিকার লঙ্ঘন হচ্ছে৷ এ আবেদনের উপর বৃহস্পতিবার শুনানি হবে জানিয়েছেন সুপ্রিমকোর্টের বিচারপতি৷



চলতি বছরের ফেব্রুয়ারিতে সমকামিতাকে অপরাধ হিসেবে গণ্য করে ২০১৩ সালে দেওয়া রায়টি পুনর্বিবেচনা করতে সম্মত হন ভারতের সুপ্রিম কোর্ট৷ ২রা ফেব্রুয়ারি সমকামী নারী, পুরুষ, উভকামী ও রূপান্তরকামীদের জন্য এটি সুখবর বয়ে আনে৷ ভারতীয় দণ্ড-বিধির ৩৭৭ অনুচ্ছেদকে বৈধ বলে দু'বছর আগের দেওয়া সর্বোচ্চ আদালতের রায়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট৷ প্রসঙ্গত, ১৮৬০ সালে ব্রিটিশ আমলে চালু হয় ঐ অনুচ্ছেদ৷

লিঙ্গ পরিচয় নিয়ে জাতিসংঘে কাল একটি ভোট অনুষ্ঠিত হওয়ার কথা৷ তবে সেখানে ভারতের এই বিষয়টি প্রাধান্য পাবে কিনা – তা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে৷



শীর্ষ আদালত বলেছিল, ৩৭৭ অনুচ্ছেদের বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের করা পিটিশনে সাংবিধানিক দিক থেকে গুরুত্বপূর্ণ নানা ইস্যু তোলা হয়েছে৷ ২০০৯ সালে দিল্লি হাইকোর্ট ৩৭৭ অনুচ্ছেদ খারিজ করে সমকামিতা অপরাধ নয় বলে রায় দিয়েছিল৷ কিন্তু তার বিরুদ্ধে শীর্ষ আদালতে পিটিশন জমা পড়ে৷ এরপর ২০১৩ সালের ১১ই ডিসেম্বর দিল্লি হাইকোর্টের ঐ রায় খারিজ করে অপর এক রায়ে ৩৭৭ অনুচ্ছেদের (অস্বাভাবিক যৌন অপরাধ) বৈধতা বহাল রাখে সুপ্রিম কোর্ট৷ শুধু তাই নয়, সেই রায় খতিয়ে দেখার আর্জি জানিয়ে পেশ হওয়া একগুচ্ছ রিভিউ পিটিশনকেও ২০১৪ সালের জানুয়ারিতে এক নির্দেশের মাধ্যমে খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত৷ এর বিরুদ্ধেই কিউরেটিভ পিটিশন পেশ করে নাজ ফাউন্ডেশন নামে একটি এনজিও এবং সমকামীদের অধিকার রক্ষা আন্দোলন কর্মীরা৷ তাঁরা জানায়, দিল্লি হাইকোর্টের রায়ের পর বহু সমকামী, উভকামী, রূপান্তরকামীরা তাঁদের যৌন পরিচিতি খোলাখুলি প্রকাশ করেন৷ কিন্তু সুপ্রিম কোর্ট ৩৭৭ অনুচ্ছেদ বৈধ বলে রায় দেওয়ায় তাঁরা আবারো বিপন্ন বোধ করছেন৷

এপিবি/ডিজি (টাইমস অফ ইন্ডিয়া, এনডিটিভি, এপি)

আপনাকে যদি সিদ্ধান্ত নিতে বলা হতো, আপনি কি তবে সমকামিতাকে বৈধতা দিতেন? লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ