1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৩৮টি মরদেহ শনাক্ত করা হয়েছে, ২৩টি হস্তান্তর করা হয়েছে

১ মার্চ ২০২৪

ঢাকার বেইলি রোডে বহুতল ভবনে আগুনে মারা গেছেন ৪৬ জন। তার মধ্যে ৩৮টি মরদেহ শনাক্ত করা হয়েছে।

উদ্ধারকৃত মরদেহ ফ্রিজিং ভ্যানে তুলছেন ফায়ার সার্ভিস কর্মীরা
ঢাকার বেইলি রোডের আগুনে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছেছবি: Mohammad Ponir Hossain/REUTERS

মৃত ছয়জনের পরিচয় এখনো জানা যায়নি। ২৩টি মরদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়েছে।

ডয়চে  ভেলের কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার জানিয়েছে, ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোস্তফা আবদুল্লাহ আল নূর বলেছেন, ঢাকা মেডিকেল কলেজ ও শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি থেকে সকাল আটটা পর্যন্ত ২৩ জনের দেহ পরিবারের মানুষদের হাতে তুলে দেয়া হয়েছে।

বেইলি রোডের বাড়ির সামনে উদ্বিগ্ন মানুষের ভিড়। ছবি: Mohammad Ponir Hossain/REUTERS

যে ছয়জনের দেহ এখনো চিহ্নিত করা যায়নি, তার মধ্যে একজনের শরীর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তাকে চেনার কোনো উপায় নেই। তার ডিএনএ পরীক্ষা করতে হবে। অন্য পাঁচজনকে চেনা যাচ্ছে, কিন্তু পরিবারের মানুষ এসে দেহ চিহ্নিত করেননি।

ঢামেক হাসপাতালের হেল্প ডেস্কে নিযুক্ত এক কর্মকর্তা জানিয়েছেন, পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করার পর তা হস্তান্তর করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভানোর কাজ করে৷ ছবি: Mohammad Ponir Hossain/REUTERS

তিনি জানিয়েছেন, গুরুতর আহত ১০ জন এখন বার্ন ইনস্টিটিউটের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

কলাবাগান থানার উপপরিদর্শক (এএসআই) গোলাম হোসেন প্রথম আলোকে জানিয়েছেন, পরিবারের মানুষ শনাক্ত করার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিট নাগাদ ঢাকার বেইলি রোডে ছয়তলা ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে এবং রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। সকালেও দুইটি ইউনিট সেখানে কাজ করছে।

জিএইচ/এসজি(দ্য ডেইলি স্টার)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ