সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিভিন্ন ক্যাডারে ২ হাজার ২০৪ জনকে নিয়োগের সুপারিশ করেছে৷
বিজ্ঞাপন
মঙ্গলবার আটত্রিশতম বিসিএসের চূড়ান্ত এ ফল প্রকাশ করা হয় বলে জানায় বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷
এই বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় আট হাজার ৩৭৭ জন উত্তীর্ণ হলেও পদ না থাকায় দুই হাজার ২০৪ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে৷ তাদের মধ্যে ১ হাজার ৬১১ জন পুরুষ এবং ৫৯৩ জন নারী৷
তাদের মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০৬ জন, পুলিশে ১০০ জন, স্বাস্থ্যে ২৯১ জন, কৃষিতে ২৪১ জন, নিরীক্ষা ও হিসাবে ৪৫ জন, আনসারে ৩৮ জনসহ বিভিন্ন ক্যাডারে দুই হাজার ২০৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে৷
কয়েকটি কারিগরি ও পেশাগত ক্যাডার পদে কৃতকার্য প্রার্থী না পাওয়ায় ১৯৬টি পদে প্রার্থী সুপারিশ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পিএসসি৷ এছাড়া চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ক্যাডার পাননি ৬ হাজার ১৭৩ জন৷ তাদের পরে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়ার সুযোগ রয়েছে৷
চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি, তাদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয় ৩১তম বিসিএস থেকে৷ বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে (যারা ক্যাডার পায়নি) দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে ২০১৪ সালের ১৬ জুন নন-ক্যাডার পদের নিয়োগ বিধিমালা সংশোধন করে সরকার৷
২০১৭ সালে ২০ জুন ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন৷ তিন লাখ ৪৬ হাজার ৪৪৬ জন প্রার্থী আবেদন করলেও তাদের মধ্যে দুই লাখ ৮৮ হাজার ৮৯৯ জন প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন৷
তাতে উত্তীর্ণদের মধ্যে ১৪ হাজার ৫৪৬ জন লিখিত পরীক্ষা দিয়েছিলেন৷ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ নয় হাজার ৮৬২ জনকে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত করা হয়৷
এসএনএল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
চাকরি থেকে অবসরের বয়স কোথায় কেমন
অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি)-র সাম্প্রতিক তথ্য অনুযায়ী সারা বিশ্বে নারীদের চাকরি থেকে অবসরের গড় বয়স ৬৪ বছর ৩ মাস এবং পুরুষদের ৬৩ বছর ৭ মাস৷ দেখে নিন কোন দেশে অবসরের সর্বোচ্চ বয়স কত৷
ছবি: Anja Kueppers
ভারত
ভারতে সরকারি চাকরি থেকে অবসরের বয়স ৬০ বছর৷ সুপ্রিম কোর্টের বিচারকদের ক্ষেত্রে তা পাঁচ বছর বেশি, অর্থাৎ ৬৫ বছর৷
ছবি: DW/P. Tiwari
চীন
চীনে নারী-পুরুষের ক্ষেত্রে বৈষম্য স্পষ্ট৷ সেখানে নারীরা সর্বোচ্চ ৫০ বছর পর্যন্ত চাকরি করতে পারেন, তবে পুরুষদের ৬০ বছর পূর্ণ হওয়া পর্যন্ত চাকরি করার সুযোগ রয়েছে৷
ছবি: picture-alliance/dpa/W. Hong
জাপান
১৯৯৭ সাল পর্যন্ত জাপানের চাকরি থেকে অবসরের সর্বোচ্চ বয়স ছিল ৫৫৷ তবে ১৯৯৮ সালে তা বাড়িয়ে ৬০ বছর করা হয়৷ তারপর থেকে অবসরের বয়সসীমা ধীরে ধীরে বাড়ানো হচ্ছে৷ এখন যে কেউ ৬২ বছর ৭ মাস পর্যন্ত চাকরি করতে পারেন৷ ২০২৫ সালের মধ্যে তা বেড়ে ৬৫ বছর হবে বলে ধারণা করা হচ্ছে৷
ছবি: picture-alliance/dpa/E.K.Brown
রাশিয়া
রাশিয়াতেও নারী আর পুরুষের চাকরি থেকে অবসরের বয়স এক নয়৷ নারীদের ৫৫ আর পুরুষদের ৬০ বছর৷
ছবি: picture alliance/Zumapress
ব্রিটেন
ব্রিটেনেও এক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়নি৷ পুরুষদের চাকরি থেকে অবসর নেয়ার বয়স ৬৫ বছর আর নারীদের ৬০ বছর৷ তবে ২০২০ সালের মধ্যে নারী-পুরুষের জন্য অভিন্ন বয়স নির্ধারণের পরিকল্পনা রয়েছে সরকারের৷
ছবি: Anja Kueppers
নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও স্পেন
এই দেশগুলোতে অবসর নেয়ার বয়স ৬৫ থেকে ৬৬ বছরের মধ্যে৷ জার্মানিতে চাইলে ৬৫ বছরের আগেও অবসর নেয়া যায়, তবে পেনশন পাওয়া যায় ৬৫ বছরের পর থেকে৷
ছবি: picture-alliance/dpa/J. Wolf
সংযুক্ত আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের অবসর নেয়ার সর্বোচ্চ বয়স মাত্র ৪৯ বছর৷ তবে বিদেশিরা স্বাভাবিক অবস্থায় ৬০ বছর এবং মন্ত্রণালয়ের অনুমতিসাপেক্ষে ৬৫ বছর পর্যন্ত চাকরি করতে পারেন৷
ছবি: picture-alliance/dpa/Emirates News Agency
লিবিয়া
২০১৭ সালে অবসরের বয়স ৬৫ থেকে বাড়িয়ে ৭০ বছর করা হয়৷ তবে চাইলে বয়স ৬৫ হলেও অবসর নেয়া যায়৷
ছবি: Getty Images/D. McNew
আইসল্যান্ড, নরওয়ে
এই দু’টো দেশে অবসরের সর্বোচ্চ বয়স ৬৭৷
ছবি: picture-alliance/dpa/Scanpix Denmark
অস্ট্রেলিয়া, বেলজিয়াম
এই দুই দেশে অবসরের বয়স এখন সাড়ে ৬৫ বছর৷ তবে ২০২৩ সালে তা ৬৭ বছর করা হবে৷ তারপর থেকে বছরে ছয় মাস করে বাড়িয়ে ২০৩৫ সালে অবসরের বয়স ৭০ করার কথা ভাবছে সরকার৷
ছবি: Imago/robertharding
যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে অবসরের গড় বয়স ৬৬ বছর৷ সাধারণভাবে বয়সসীমা ৬৫ নির্ধারণ করেছে সরকার৷ তবে যাঁদের জন্ম ১৯৩৮ সাল বা তার পরে, তাঁরা ৬৫ বছরের পরেও চাকরির মেয়াদ বাড়াতে পারেন৷ ১৯৫৯ সালের পরে জন্ম নেয়া ব্যক্তিদের ৬৭ বছর পর্যন্ত চাকরি করার সুযোগ রয়েছে৷