1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৩-১ গোলে জিতে সাফল্য ধরে রাখলো জার্মানি ও স্পেন

১২ অক্টোবর ২০১১

২০১২ সালের ইউরোপীয় ফুটবল প্রতিযোগিতার মূল পর্যায়ে পৌঁছানোর লড়াই জমে উঠেছে৷ শিরোপার স্বপ্ন দেখছে জার্মানি ও স্পেন সহ অনেক দেশ৷ মঙ্গলবার জার্মানি ও স্পেন যে যার ম্যাচে ৩-১ গোলে জিতেছে৷

Germany's Mario Gomez, right, scores during the Euro 2012 Soccer Group A qualifying match between Germany and Belgium in Duesseldorf, Germany, Tuesday, Oct. 11, 2011. (Foto:Frank Augstein/AP/dapd)
জার্মানি বেলজিয়ামের মধ্যে খেলার উত্তেজনাপূর্ণ মুহূর্তছবি: dapd

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন ও তৃতীয় স্থানে থাকা জার্মানি নিজেদের ম্যাচে আবার জয়ের স্বাদ পেয়েছে৷ কোয়ালিফাইয়িং পর্যায়ে স্পেন স্কটল্যান্ডকে ও জার্মানি বেলজিয়ামকে হারিয়েছে৷ দুই ম্যাচেরই ফলাফল ৩-১৷ জার্মানি একই প্রতিযোগিতায় টানা ১০টি ম্যাচে জয়ের রেকর্ড করেছে৷ স্পেনের জিতেছে পর পর ৮টি ম্যাচ৷ এখন থেকেই তারা ২০১২ সালের ইউরোপীয় প্রতিযোগিতার ফাইনালে পৌঁছানোর স্বপ্ন দেখছে৷ তবে এতদিন ধরে বসে থাকতে প্রস্তুত নয় ইউরোপের এই দুই ফুটবল পরাশক্তি৷ ফর্ম ধরে রাখতে বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে দুই দেশের জাতীয় দল৷

পোল্যান্ড ও ইউক্রেন যৌথভাবে আয়োজন করছে এই প্রতিযোগিতা৷ আগামী বছরের ৮ই জুন থেকে ১লা জুলাই পর্যন্ত বসবে এই মিনি বিশ্বকাপের আসর৷ কোন কোন দেশ মূল পর্যায়ে পৌঁছবে, তা প্রায় স্থির হয়ে গেছে৷ বাকি রয়েছে শেষ ৪টি স্থানের জন্য লড়াই৷ ৮টি দেশের মধ্যে শেষ পর্যন্ত কোন ৪টি মূল পর্যায়ে পৌঁছবে তা আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই স্থির হয়ে যাবে৷ ইউরোপীয় ফুটবল সংগঠন উয়েফা বেশ জটিল হিসেব অনুযায়ী, এই ৮টি টিমকে দুই ভাগে বিভক্ত করেছে৷ একদিকে রয়েছে ক্রোয়েশিয়া, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র ও আয়ারল্যান্ড৷ এরা ‘সিডেড টিম'৷ অন্যদিকে রয়েছে ৪টি ‘আনসিডেড টিম'৷ তারা হলো তুরস্ক, মন্টেনেগ্রো, এস্টোনিয়া ও বসনিয়া হ্যারৎসোগোভিনা৷ এদের মধ্যে সংঘাতের পর যারা মূল পর্যায়ে পৌঁছবে, তারা যোগ দেবে স্পেন, জার্মানি, নেদারল্যান্ডস, ইংল্যান্ড, ইটালি, গ্রিস, রাশিয়া, সুইডেন, ডেনমার্ক ও ফ্রান্সের সঙ্গে৷ আয়োজক দেশ হিসেবে পোল্যান্ড ও ইউক্রেন কোয়ালিফাইয়িং রাউন্ডে না খেলেও মূল পর্যায়ে স্থান পেয়েছে৷

বেলজিয়ামের বিরুদ্ধে গোলের পর উল্লসিত জার্মান তারকারাছবি: dapd

বেশ কিছুকাল ধরে ফুটবলের ক্ষেত্রে ফ্রান্সের ভাগ্য একেবারেই ভালো যাচ্ছিল না৷ গত বিশ্বকাপে শোচনীয় ফলাফল ও কোনো জয় ছাড়াই প্রথম পর্যায়ে বিদায়, খেলোয়াড়দের ধর্মঘট, কোচ'কে বরখাস্ত করার ঘটনা ভুতের মতো তাড়া করে বেড়াচ্ছে ফরাসি দলকে৷ এবার ইউরো ২০১২'র মূল পর্যায়ে পৌঁছনোর মাধ্যমে সেই ভুত তাড়ানো গেছে বলে মনে করছে সেদেশ৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ