1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৪০ বছরের মধ্যে তেল ছাড়াই পরিবহন যোগাযোগ সম্ভব: ইইউ

২৬ জানুয়ারি ২০১১

২০৫০ সালের মধ্যে তেল বিহীন পরিবহন যোগাযোগ সম্ভব বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ৷ এর পরিবর্তে বিকল্প জ্বালানি ব্যবহার করতে হবে৷ তবে এজন্য সরকার ও বেসরকারি খাতকে বিকল্প জ্বালানি বিষয়ে বিনিয়োগ বহুগুনে বাড়াতে হবে৷

বিদ্যুৎচালিত একটি গাড়িতে চার্জ দেয়া হচ্ছেছবি: AP

ইইউ'র সাম্প্রতিক এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে৷ শীর্ষস্থানীয় পরিবেশবিদ ও ব্যবসায়ীরা এই প্রতিবেদন তৈরিতে কাজ করেছেন৷ যাদের মধ্যে রয়েছেন ইউরোপীয় গাড়ি নির্মাতাদের সংগঠন এসিইএ ও ইউরোপিয়ান পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি'র নেতৃবৃন্দ এবং পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস ও ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড-এর প্রতিনিধিরা৷

তবে বিশেষজ্ঞদের ধারণা, তেলের বিকল্প শুধুমাত্র একটি জ্বালানি হতে পারে না৷ এর জন্য একাধিক জ্বালানির প্রয়োজন৷ যেমন স্বল্প দূরত্বের জন্য প্রয়োজন বিদ্যুৎচালিত যান, মাঝারি দূরত্বের জন্য হাইড্রোজেন চালিত গাড়ি এবং দূরের যাত্রার সময় বায়োফুয়েল ব্যবহার করা যেতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন৷ এছাড়া বিমান যাত্রার জন্যও বায়োফুয়েল কার্যকর হতে পারে বলে তাদের ধারণা৷ আর সমুদ্রে চলাচলের জন্য ব্যবহার করা যেতে পারে তরল-গ্যাস৷

এসব বিষয় নিয়ে বিশদ আলোচনার জন্য আগামী মাসের ৪ তারিখে বৈঠকে বসবেন ইইউ নেতারা৷ সেখানে ২০৫০ সালের লক্ষ্য পূরণের জন্য কী কী করা উচিত, সে বিষয়ে আলোচনা হবে৷ লক্ষ্য পূরণের পথে আগামী ১০ বছর বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ইইউ নেতারা৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ