1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৪০ বছর লাইসেন্স ছাড়াই জার্মান ড্রাইভার

১০ ডিসেম্বর ২০২০

লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েছেন ৬৭ বছর বয়সি এক ব্যক্তি৷ কোনও বৈধ লাইসেন্স ছাড়াই ৪০ বছরেরও বেশি সময় ধরে গাড়ি চালানোর কথা তিনি পুলিশের কাছে স্বীকার করেছেন৷

ছবি: picture-alliance/dpa/F. Rumpenhorst

লাইসেন্স ছাড়াই গত ৪০ বছর ধরে গাড়ি চালান এমন এক ব্যক্তিকে বুধবার আটক করা হয়েছে জানিয়েছে জার্মান পুলিশ৷ ৬৭ বছর বয়সি গাড়ি চালককে জার্মানির পশ্চিমের শহর ট্রিয়ারের কাছে থামিয়ে লাইসেন্স চাওয়া হলে তিনি একটি নকল লাইসেন্সের কপি দেখিয়ে বলেন, তার লাইসেন্স অন্য পুলিশ স্টেশনে দেখানো হয়েছে৷ পরে অবশ্য পুলিশের চাপে তিনি বৈধ লাইসেন্স ছাড়াই গত ৪০ বছর ধরে গাড়ি চালানোর কথা স্বীকার করেন৷ পুলিশ জানিয়েছে, লাইসেন্স ছাড়া ব্যক্তিটি ডেলিভারি ড্রাইভার হিসাবেও বেশ কয়েক বছর কাজ করেছেন৷ লোকটির বিরুদ্ধে অন্যান্য অভিযোগ রয়েছে৷

একইরকম ঘটনা আরো ঘটেছে জার্মানিতে৷ ২০২০ সালের জুলাইয়ে ৬৯ বছর বয়সি নারীর বিরুদ্ধে ৩৯ বছর ধরে লাইসেন্স ছাড়াই গাড়ি চালানোর অভিযোগ রয়েছে৷ এক পার্কিং প্লেসে ওই নারী তার গাড়িটি অন্য একটি গাড়ির সাথে ধাক্কা দেয়ার পর লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর বিষয়টি বেরিয়ে আসে৷ জার্মানিতে লাইসেন্স ছাড়া গাড়ি চালানো একটি ফৌজদারি অপরাধ৷ এতে বড় অংকের জরিমানা হতে পারে এমনকি জেল পর্যন্ত হতে পারে৷

২০১৪ সালে লাইসেন্স ছাড়া বরুসিয়া ডর্টমুন্ড এর ফুটবল তারকা মার্কো রয়েস তার অ্যাসটন মার্টিন গাড়িটি চালানোর সময় ধরা পড়ায়, তাকে পাঁচ লাখ ৪০ হাজার ইউরো বা ৬ লাখ ৫২ হাজার ডলার জরিমানা করা হয়৷ রয়েস অবশ্য ২০১৬ সালে তার ড্রাইভিং লাইসেন্সটি করেছেন৷২০১৯ সালে একই ক্লাবের আরেক খেলোয়াড় ভিঙ্গার মারিউস ভল্ফকে অতি দ্রুত গাড়ি চালানোর জন্য দুই লাখ ইউরো জরিমানা এবং দুই মাসের জন্য তার লাইসেন্স বাতিল করা হয়৷

জার্মানিতে সাধারণত বড় অপরাধের জন্য জরিমানার অংক নির্ধারণ করা হয়ে থাকে অপরাধীর আয় ও অপরাধের মাত্রা অনুযায়ী৷

এনএস/আলিস্টেয়ার ওয়াল্শ

২০১৮ সালের আগস্টের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ