1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৪০ বলে শতরান করে রেকর্ড ম্যাক্সওয়েলের

২৬ অক্টোবর ২০২৩

রেকর্ড করলেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপে সবচেয়ে কম বলে শতরান করার রেকর্ড।

অস্ট্রেলিয়ার ব্য়াটার গ্লেন ম্যাক্সওয়েল।
বিশ্বকাপে সবচেয়ে কম বলে শতরান করলেন ম্য়াক্সওয়েল। ছবি: Arun Sankar/AFP/Getty Images

দুর্বল নেদারল্যান্ডসের বিরুদ্ধে অস্ট্রেলিয়া যে জিতবে, এটা বলার জন্য ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার দরকার পড়ে না। বরং নেদারল্যান্ডস জিতলে বা জয়ের কাছাকাছি পৌঁছে গেলে ,সেটাই অঘটন হতো। যেটা তারা ঘটিয়েছিল সাউথ আফ্রিকাকে হারিয়ে। তবে অঘটন তো বারবার হয় না। 

তবে এই একপেশে ম্যাচ বলার মতো হয়ে উঠলো দুইটি রেকর্ডের দৌলতে। অস্ট্রেলিয়ার মারকুটে ব্য়াটার ম্যাক্সওয়েল মাত্র ৪০ বলে শতরান করে বিশ্বকাপে সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ড করলেন। গত ৭ অক্টোবর ৪৯ বলে শতরান করে রেকর্ড করেছিলেন দক্ষিণ আফ্রিকার মার্করাম। কিন্তু তার সেই রেকর্ড বেশিদিন টিকল না। 

বিক্রম সিংকে রান আউট করার পর অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: Robert Cianflone/Getty Images

অথচ ম্যাক্সওয়েল প্রথম ২০ বলে ৩৪ রান করেছিলেন। পরের ২০ বলে তিনি শতরানে পৌঁছে যান। নয়টা চার ও আটটা ছয় মেরে তিনি ১০৬ রান করেন। এই দাপুটে ব্য়াটার বলেছেন, নেদারল্যান্ডসের ক্রিকেটাররা খুব ভালো ফিল্ডিং করছিলেন। তারা অনেক রান বাঁচিয়েছেন।

শতরান করেছেন ওয়ার্নারও। তবে তার শতরান ঢেকে যায় ম্যাক্সওয়েলের রেকর্ডে। অবশেষে রান পেয়েছেন স্মিথও। তিনি ৭১ রান করেছেন।

ম্যাক্সওয়েল ভালো ফিল্ডিংও করলেন। ছবি: Arun Sankar/AFP/Getty Images

আরেকটি রেকর্ড করেছেন নেদারল্যান্ডসের বোলার ডি লিড। তিনি ১০ ওভারে ১১৫ রান দিয়েছেন। তার বলে ১৩টা চার ও ছয়টা ছয় মেরেছেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। তিনি দুই উইকেট নিলেও এত রান দিয়ে একটা রেকর্ড করে ফেলেছেন। তার শেষ ওভারে ২৮ রান নেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা।

এর আগে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ও মিক লুইস ১০ ওভারে ১১৩ রান দিয়েছিলেন। এবার লিড তাদের পিছনে ফেলে দিলেন।

আউট হচ্ছেন নেদারল্যান্ডসের ভ্যান বিক। ছবি: Robert Cianflone/Getty Images

অস্ট্রেলিয়া ৫০ ওভারে আট উইকেটে ৩৯৯ রান তোলে। আর নেদারল্যান্ডসের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৯০ রানে। ৩০৯ রানে জিতে যায় অস্ট্রেলিয়া।

এখানে রেকর্ড থেকে সামান্য দূরে থেমে গেল অস্ট্রেলিয়া। সবচেয়ে বেশি রানে প্রতিপক্ষকে হারানোর রেকর্ড রয়েছে ভারতের। শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারিয়েছিল ভারত। আট রানের জন্য সেই রেকর্ড ছোঁয়া হলো না অস্ট্রেলিয়ার।

জিএইচ/এসজি(স্টার স্পোর্টস)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ