1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৪৫তম বিসিএসের সব লিখিত পরীক্ষা স্থগিত

২৪ নভেম্বর ২০২৩

২৭ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ৪৫তম বিসিএস এর সব লিখিত পরীক্ষা অনিবার্য কারণবসত স্থগিত করা হয়েছে৷

চাকরিজীবীর প্রতীকী ছবি
২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত দেশের আট বিভাগীয় শহরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলছবি: Pond5 Images/imago images

শুক্রবার (২৪ নভেম্বর) সরকারি কর্ম কমিশন (পিএসসি)-র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷ পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচী পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে৷

আগামী ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত দেশের আট বিভাগীয় শহরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল৷

তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক দলগুলোর হরতাল-অবরোধের মধ্যে লিখিত পরীক্ষার পরীক্ষার্থীরা অনিশ্চয়তায় ভুগছিলেন৷

লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া প্রায় ১৩ হাজার জনের মধ্যে অনেকেই পরীক্ষাকেন্দ্রে নিরাপদে পৌঁছানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন৷

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট দুই হাজার ৩০৯ জন ক্যাডার ও এক হাজার ২২ জন নন-ক্যাডার নিয়োগ দেয়ার কথা রয়েছে৷

এসএইচ/এসিবি (দ্য ডেইলি স্টার)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ