1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্যভারত

৪৭০টি এয়ারবাস, বোয়িংয়ের বিমান কিনবে এয়ার ইন্ডিয়া

১৫ ফেব্রুয়ারি ২০২৩

বড় সিদ্ধান্ত টাটা গোষ্ঠীর। এয়ার ইন্ডিয়ার জন্য ২৫০টি এয়ারবাস ও ২২০টি বোয়িং বিমান কিনবে তারা। খুশি বাইডেন-সুনাক।

ছবি: AFP/M. Sharma

কিছুদিন আগে এয়ার ইন্ডিয়া সরকারের কাছ থেকে কিনে নিয়েছে টাটা গোষ্ঠী। এখন তারা সাত থেকে আট হাজার কোটি ডলার দিয়ে ৪৭০টি যাত্রীবাহী বিমান কেনার পরিকল্পনা করেছে।

বিশ্বের অসামরিক বিমান কেনার ইতিহাসে এক ধাক্কায় এত অর্থ খরচ করে এতগুলি বিমান আগে কখনো কোনো বিমানসংস্থা কেনেনি।

মোদী-বাইডেন কথা

এই বিমান কেনার কথা ঘোষণা করার আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তারা দুজনেই এই চুক্তিকে স্বাগত জানান। তাদের মতে, এই চুক্তি হলো পারষ্পরিক সুবিধা ও সহযোগিতার একটা বড় উদাহরণ। জানানো হয়েছে, এয়ার ইন্ডিয়া দরকার হলে আরো ৭০টি বোয়িং কিনতে পারবে। সেই বিকল্পও চুক্তিতে খোলা রাখা হয়েছে।

আবার টাটার হাতে এয়ার ইন্ডিয়া

01:17

This browser does not support the video element.

বাইডেন বলেছেন, ''এয়ার ইন্ডিয়া ও বোয়িংয়ের মধ্যে চুক্তি হওয়ায় আমি গর্বিত বোধ করছি। অ্যামেরিকায় তৈরি বিমান কিনবে ভারত। এর ফলে ৪৪টি স্টেটে ১০ লাখ কর্মসংস্থান হবে। অনেকে চার বছরের কলেজ ডিগ্রির আগেই চাকরি পেয়ে যাবেন।''

খুশি সুনাক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, এর ফলে ওয়েলস ও ডার্বিশায়ারে নতুন কর্মসংস্থান বাড়বে। অতি দক্ষ কর্মীদের প্রয়োজন হবে। দেশের রপ্তানি বাড়বে। অর্থনীতি মজবুত হবে।

সুনাকের মতে, যুক্তরাজ্যের বিমানপ্রস্তুতকারকদের কাছে এখন স্কাই ইস দ্য লিমিট। ভারতের মতো দেশগুলির কাছে যুক্তরাজ্য হলো বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে পছন্দের জায়গা বলেও তিনি জানিয়েছেন।

ঐতিহাসিক মুহূর্ত, বলছে এয়ারবাস

এই চুক্তি নিয়ে ঘোষণার সময় ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী মোদী, রতন টাটা, ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ সহ এয়ারবাসের কর্তারা উপস্থিত ছিলেন। এয়ারবাসের চিফ এক্সিকিউটিভ বলেন, এটা তাদের কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত।

প্রেসিডেন্ট মাক্রোঁ বলেছেন, এই চুক্তি ভারত ও ফ্রান্সের সম্পর্কে নতুন মাইলফলক হয়ে থাকবে।

এয়ার ইন্ডিয়ার পরিকল্পনা

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তারা তাদের বর্তমান বিমানগুলির ভিতরটা ঢেলে সাজাবে। সিট আরো আরামদায়ক করা হবে। বিনোদনের ব্যবস্থা আরো উন্নত করা হবে। এর জন্য ৪০ কোটি ডলার খরচ করা হবে।

জিএইচ/এসজি (পিটিআই, এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ