1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদায় হিউস্টন

১২ ফেব্রুয়ারি ২০১২

এযাবত সবচেয়ে বেশি পুরস্কার পাওয়া নারী সংগীত শিল্পী হুইটনি হিউস্টনের জীবন থেমে গেল মাত্র ৪৮ বছর বয়সে৷ রবিবার বাংলাদেশ সময় ভোর পৌনে ছয়টার দিকে লস অ্যাঞ্জেলসের একটি হোটেল কক্ষে মৃত অবস্থায় পাওয়া যায় মার্কিন এই শিল্পীকে৷

ছবি: dapd

এদিকে আজ মার্কিন সময় রবিবার রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫৪তম গ্র্যামি অ্যাওয়ার্ডস৷ নিয়ম অনুযায়ী এর আগের রাত অর্থাৎ শনিবার একটি প্রি-অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে ঐ হোটেলে উঠেছিলেন হিউস্টন৷ পুলিশ ঘটনার তদন্ত করছে৷

ছয়টি গ্র্যামি, দুটি এমি আর ৩০টি বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসহ মোট ৪১৫টি পুরস্কার পেয়েছিলেন হিউস্টন৷ তাঁর বিখ্যাত গানের মধ্যে রয়েছে ‘আই উইল অলওয়েজ লাভ ইউ', ‘সেভিং অল মাই লাভ ফর ইউ' ইত্যাদি৷

গত শতকের আশি ও নব্বইয়ের দশকে মার্কিন পপ সঙ্গীত জগতের অন্যতম এক নাম ছিলেন হিউস্টন৷ এছাড়া অভিনয় করেছেন ‘বডিগার্ড' নামে একটি ছবিতে৷ কাজ করেছেন ছবির প্রযোজক আর ফ্যাশন মডেল হিসেবেও৷

তাঁর মৃত্যুর খবরে সংগীত জগতে নেমে এসেছে শোকের ছায়া৷ জনপ্রিয় গায়ক লিওনেল রিচি বলছেন, হিউস্টনের কন্ঠে জাদু ছিল৷

১৯৬৩ সালের ৯ আগস্ট নিউ জার্সিতে এক সঙ্গীত পরিবারে জন্মেছিলেন হিউস্টন৷ বিয়ে করেছিলেন আরেক সঙ্গীত শিল্পী ববি ব্রাউনকে৷ ১৫ বছর সংসার করার পর ২০০৭ সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ