অ্যামেরিকাকে করোনামুক্ত করতে চান বাইডেন। ১ মে-র মধ্যে সব প্রাপ্তবয়স্ককে টিকা। অ্যামেরিকার স্বাধীনতা দিবসে করোনামুক্তির উৎসব করতে চান তিনি।
বিজ্ঞাপন
লক্ষ্য ঠিক করে দিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট হওয়ার পর করোনা নিয়ে প্রথম ভাষণে তিনি জানিয়ে দিয়েছেন, ''১ মে-র মধ্যে সব প্রাপ্তবয়স্ককে করোনার ভ্যাকসিন দেয়ার কাজ শেষ করতে হবে। যদি এই সময়ের মধ্যে সব প্রাপ্তবয়স্ককে ভ্যাকসিন দেয়া সম্ভব হয়, তা হলে স্বাধীনতা দিবসে করোনার বিরুদ্ধে বিজয়োৎসব পালন করবে অ্যামেরিকা।''
বাইডেনের এই ঘোষণা এমন একটা সময় এসেছে, যখন করোনায় আক্রান্ত হয়ে অ্যামেরিকায় পাঁচ লাখের বেশি মানুষ মারা গেছেন। এখন বয়স্ক ও যাদের অন্য রোগ আছে, তাদের টিকা দেয়ার কাজ চলছে। অ্যামেরিকার প্রধান ক্রীড়া প্রতিযোগিতাগুলি অধিকাংশই বাতিল করা হয়েছে।
বাইডেন এখন আবার অ্যামেরিকার মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে যেতে চান। তিনি বলেছেন, ''সকলের সহযোগিতায় ১ মে-র মধ্যে যদি সব প্রাপ্তবয়স্ককে টিকা দেয়া সম্ভব হয়, তা হলে ৪ জুলাই আপনারা পরিবার ও বন্ধুদের সঙ্গে আপনার বাড়ির লনে বসে স্বাধীনতার উৎসব করবেন। এটা শুধু দেশের স্বাধীনতা উৎসবই হবে না, করোনা-মুক্তি বা কোভিড-স্বাধীনতা উৎসবও হবে।''
অ্যামেরিকায় করোনা টিকা দেওয়ার প্রস্তুতি তুঙ্গে
মঙ্গলবার থেকে করোনা টিকা দেওয়া হবে মার্কিন যুক্তরাষ্ট্রে৷ কেমন চলছে প্রস্তুতি, দেখুন ছবিঘরে...
ছবি: Morry Gash/AFP
যে টিকা দেওয়া হবে
মার্কিন-জার্মান যৌথ গবেষণার ফসল ফাইজার-বায়োনটেকের করোনা টিকা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেওয়া শুরু হচ্ছে মঙ্গলবার থেকে৷ জরুরি ভিত্তিতে এই টিকা দেওয়া শুরু হবে দেশের ৬৩৬টি টিকাপ্রদান কেন্দ্রের ১৪৫টিতে৷ এই ধাপে টিকা পাবেন স্বাস্থ্যকর্মী ও বয়স্ক নাগরিকরা৷ শেষ পরীক্ষার ফলাফল অনুযায়ী, এই টিকাটি ৯৫ শতাংশ কার্যকর হিসাবে প্রমাণিত হয়েছে৷
ছবি: H. Pennink/AP Photo/picture-alliance
যেভাবে পৌঁছাচ্ছে টিকা
ফাইজারের টিকাসংরক্ষণ কেন্দ্র রয়েছে মিশিগানের কালামাজু শহরে৷ সেখান থেকে বিশেষ তাপমাত্রা নিয়ন্ত্রিত ট্রাকে করে টিকাগুলি পৌঁছাবে লানসিং ও গ্র্যান্ড র্যাপিডসের বিমানবন্দরে৷ কুরিয়ার সংস্থা ইউপিএস ও ফেডএক্সের বিশেষ বিমানে করে তা যাবে লুইসিয়ানা ও মেমফিসের কার্গো কেন্দ্রে৷ সেখান থেকে টিকাগুলি পৌঁছে যাবে দেশের নানা জায়গায়৷ এরপর, মঙ্গলবার ও বুধবার দ্বিতীয় ও তৃতীয় দফার টিকা যাবে এই একই পথে৷
ছবি: Jeff Kowaslky/AFP via Getty Images
কেন ফেডএক্স ও ইউপিএস?
ইউএস মার্শালের কড়া প্রহরায় এই টিকাগুলি সারা দেশে পৌঁছাবার দায়িত্বে রয়েছে অ্যামেরিকার শীর্ষ দুই কুরিয়ার সংস্থা ইউপিএস ও ফেডএক্স৷ এই দুই সংস্থা অন্য আরো কয়েকটি সংস্থার সাথে মিলে এর আগেও সফলভাবে কেমোথেরাপি ও অন্যান্য ওষুধ সরবারহ করে আসছে বহুদিন ধরে৷ প্রচুর পরিমাণে ড্রাই আইস ও বিশেষ ফ্রিজারে -৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই টিকাগুলি সারা দেশে পৌঁছাতে সক্ষম হবে এই দুই সংস্থা বলে জানাচ্ছে কর্তৃপক্ষ৷
ছবি: Jeff Kowaslky/AFP via Getty Images
কর্মীরা যা বলছেন
ইউপিএসের সহকারী সংস্থা বয়েল ট্রান্সপোর্টেশনের প্রেসিডেন্ট অ্যান্ড্রু বয়েল বলেন, ‘‘আজ আমরা সাধারণ কুরিয়ার নয়, জীবনের আশা পৌঁছাচ্ছি৷ এই অনুভূতি অতুলনীয়৷’’ ক্রিসমাসের ছুটির মধ্যেও উপহারের কুরিয়ার ছাড়া সারা দেশে টিকা পৌঁছানোর কাজ করে যাচ্ছেন ইউপিএস ও ফেডএক্সের কর্মীরা৷
ছবি: Morry Gash/AFP
কবে কত টিকা
ড. মনসেফ স্লাওউই, যিনি টিকাপ্রদান কর্মসূচির মুখ্য উপদেষ্টা, জানান যে মার্চ মাসের মধ্যে দশ কোটি মানুষ টিকা পাবেন৷ ডিসেম্বর শেষ হবার আগেই মডার্না ও ফাইজারের টিকা মিলিয়ে মোট ৪ কোটি করোনা টিকার ডোজ পাওয়া যাবে, যা দুই কোটি মানুষের জন্য পর্যাপ্ত৷
ছবি: Morry Gash/Getty Images
টিকা হারানোর সম্ভাবনা
দেশজুড়ে এই বিশাল আকারে টিকা পোঁছানোর কাজ বেশ অনেকটাই জটিল৷ তাই মাঝপথে টিকা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রুখতে প্রতিটি টিকাবাহী বাক্স, ট্রাক ও বিমানে বসানো আছে ট্র্যাকার, যার সাহায্যে কর্তৃপক্ষের নজরে সবসময়েই থাকবে বহু প্রতিক্ষিত এই করোনা টিকা৷ একটি টিকাও হারিয়ে যাওয়ার সম্ভাবনা তাই নেই বললেই চলে, দাবি দু’টি সংস্থারই৷
ছবি: Morry Gash/AFP
6 ছবি1 | 6
বাইডেনের পরিকল্পনা, করোনা টিকাকেন্দ্রের সংখ্যা অনেক বাড়ানো হবে। দন্তচিকিৎসক ও পশুচিকিৎসদেরও করোনার টিকা দেয়ার কাজে লাগানো হবে। মোবাইল টিকা কেন্দ্রগুলি বিভিন্ন আবাসিক এলাকায় যাবে। বাইডেনের মতে, লড়াই শেষ হয়নি। ফলে এখন আলগা দিলে চলবে না। অ্যামেরিকার মানুষকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং হাত ধুতে হবে। ভাইরাসকে হারিয়ে স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব হবে।
আইনসভা অনুমোদন করার পর বৃহস্পতিবারই এক দশমিক নয় ট্রিলিয়ান করোনা প্যাকেজে সই করেছেন বাইডেন। এর ফলে করোনার কারণে অ্যামেরিকায় যে লাখ লাখ মানুষ বিপাকে পড়েছেন, তাদের সুবিধা হবে। কারণ, এই মাস থেকেই তারা এক হাজার ৪০০ ডলার সাহায্য পেতে শুরু করবেন।
বাইডেন জানিয়েছেন, অ্যামেরিকা আবার ছন্দে ফিরছে, তবে তার জন্য অ্যামেরিকানদেরও নিজেদের দায়িত্ব পালন করতে হবে।