1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৫টি দেশকে হারিয়ে সেরা হলো বাংলাদেশ

৬ সেপ্টেম্বর ২০১৬

এই ভিডিওটি এখনো খুব বেশি মানুষ দেখেননি৷ তবে যাঁরা নারীর এগিয়ে চলার পক্ষে, যাঁরা বাংলাদেশকে বিশ্বসভায় উঁচু আসনে দেখতে চান, তাঁরা নিশ্চয়ই দেখবেন খুব সাধারণ ঘরের এই মেয়েদের অসাধারণ সাফল্য তুলে ধরা এই ভিডিও৷

Bangladesch Mädchen Fußball Kolsindur high school Kolsindur Messi
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman

বাংলাদেশের খুব জনপ্রিয় একটি ইংরেজি দৈনিকের শিরোনাম, ‘‘মেয়েরা সাফল্যের সীমানা উঁচু করেছে৷’’ সত্যিই তাই৷ ঢাকায় শেষ হয়েছে এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপের খেলা৷ সেখানে ইরান, সিঙ্গাপুর, কিরগিজস্তান, তাইওয়ান, সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশ- এই ছয় দেশের মেয়েদের ফুটবল লড়াইয়ে হেসেখেলে সেরা হয়েছে বাংলাদেশ৷



৫ ম্যাচের একটি বাকি থাকতেই সেরা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল বাংলাদেশ৷ প্রথম দুই ম্যাচে ইরানকে ৩-০ এবং সিঙ্গাপুরকে ৫-০ গোলে হারিয়ে কৃষ্ণা, সানজিদা, মারিয়া, মৌসুমীরা প্রমাণ করেছিলেন, এ আসরে শ্রেষ্ঠত্বের জন্যই তাঁরা লড়বেন৷ তৃতীয় ম্যাচে কিরগিজস্তানকে বিধ্বস্ত করলেন তাঁরা ১০-০ গোলে৷



তখন পর্যন্ত ৩ ম্যাচে প্রতিপক্ষের জালে ১৮ বার বল পাঠালেও একটাও গোল খায়নি বাংলাদেশ৷ চতুর্থ ম্যাচে তাইওয়ানের সঙ্গে দুটি গোল খেলেও চার গোল করে সহজ জয়ই পায় বাংলাদেশের মেয়েরা৷ সেই ম্যাচেই নিশ্চিত হয়ে যায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে খেলা৷ তারপরও আত্মতৃপ্তিতে ভোগেনি কৃষ্ণা সরকারের নেতৃত্বাধীন বাংলাদেশ দল৷ শেষ ম্যাচে আরব আমিরাতকে ৪-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই এশিয়ার সেরা আট দলের লড়াইয়ে নিজেদের শামিল করেছেন বাংলাদেশের মেয়েরা৷ ৫ ম্যাচে ৮ গোল করে আসরের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক কৃষ্ণা সরকার৷



এশিয়ার সেরা আটটি দেশকে নিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ২০১৭ সালে৷ থাইল্যান্ডে অনুষ্ঠেয় সে আসরে ‘অটোম্যাটিক চয়েস’ হিসেবে খেলবে মেয়েদের ফুটবলে এশিয়ার পরাশক্তি উত্তর কোরিয়া, জাপান, চীন এবং স্বাগতিক থাইল্যান্ড৷ বাকি চারটি দেশকে বাছাইপর্বে সেরা হতে হবে৷ গ্রুপ ‘সি’-তে সেরা হলো বাংলাদেশ৷ আরেক গ্রুপে সেরা হয়ে অস্ট্রেলিয়াও চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে৷ বাকি দুই গ্রুপের বাছাইপর্ব এখনো শেষ হয়নি৷



এসিবি/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ