1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৫০ বছরে সর্বনিম্ন তাপমাত্রা, শীতে কাঁপছে দেশ

৮ জানুয়ারি ২০১৮

বাংলাদেশে গত ৫০ বছরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়৷ সারাদেশে চলছে শৈত্য প্রবাহ৷ আর এই তীব্র শীতে গরম কাপড়ের সংকটে পড়েছে নিম্নবিত্ত মানুষ৷ এ মাসে আরো কমপক্ষে ৪-৫ দিন এই তীব্র শীত অব্যাহত থাকবে৷

Bangladesh Winter Kältewellen
ছবি: bdnews24.com

এবার শীত একটু দেরি করে এলেও তীব্রভাবেই এসেছে৷ সোমবার সকালে দেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস৷ গত বছর এইদিনে তেতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস৷ তেঁতুলিয়া আবহাওয়া পর্যক্ষেণ কেন্দ্রের পর্যবেক্ষক তৌহিদুর রহমান ডয়চে ভেলেকে জানান,‘‘ সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত এই তাপমাত্রা রেকর্ড করা হয়৷  গত ৫০ বছরেরও বেশি সময়ের মধ্যে বাংলাদেশে এটাই সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড৷ এর আগে ১৯৬৮ সালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সিলেটের শ্রীমঙ্গলে ২ দশমিক ৮ ডিগ্রি৷''

তবে তিনি জানান,বিকেলের দিকে রোদ ওঠায় তাপমাত্রা বেড়ে ২১ ডিগ্রি সেলসিয়াসে ওঠে৷

‘১০ জানুয়ারি পর্যন্ত শীতের এই তীব্রতা থাকবে’

This browser does not support the audio element.

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান ডয়চে ভেলেকে বলেন, ‘‘এখন সারাদেশে তীব্র শৈত্য প্রবাহ চলছে৷ সারাদেশের গড়  সর্বনিম্ন তাপমাত্রা এখন সাত ডিগ্রির নীচে৷ সাধারণভাবে আমরা ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা হলে শৈত্য প্রবাহ লক্ষ্য করি৷ এখন সারাদেশেই চলছে তীব্র শৈত্য প্রবাহ৷ তাপমাত্রা কমার সঙ্গে উত্তর-পশ্চিমের শীতল বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে৷ আগামী ১০ জানুয়ারি পর্যন্ত শীতের এই তীব্রতা থাকবে৷ এরপর রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে৷ তবে পুরো জানুয়ারি মাস জুড়েই শীত থাকবে৷''

সোমবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস৷ সৈয়দপুরে তাপমাত্রা ২ দশমিক ৯,  নীলফামারীর ডিমলায় ৩ এবং দিনাজপুরে ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে৷

এই তীব্র শীতে সারাদেশ, বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষ বিপাকে পড়েছে৷ নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষ শীত নিবারণের বস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছে৷ শীতের কারণে অনেকেই কাজেও যেতে পারছেন না৷ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা৷

‘প্রকৃতই যাদের প্রয়োজন, তারা কম্বল পাচ্ছে না’

This browser does not support the audio element.

তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন ডয়চে ভেলেকে জানান, ‘‘আমার উপজেলায় আগে ২৫শ'র মতো কম্বল এসেছে সরকারি অনুদান হিসেবে৷ তা আগেই বিতরণ করা হয়েছে৷ তবে এখন আরো ১০-১২ হাজার কম্বল প্রয়োজন৷ গরীর মানুষ শীতে কষ্ট পাচ্ছে৷ তাঁরা শীতে কোনো কাজও করতে পারছে না৷''

পঞ্চগড়ের সাংবাদিক  সাজ্জাদুর রহমান ডয়চে ভেলেকে জানান, ‘‘তীব্র শীতে পঞ্চগড়ের মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে৷ যাঁরা নিম্নবিত্ত, তাঁরা শীত এবং অর্থ দুটোরই কষ্টে আছে৷ পুরো পঞ্চগড়ে ৫ লাখ কম্বলের প্রয়োজন থাকলে বিতরণ হয়েছে মাত্র ৩০ হাজার৷ আর পৌর এলাকায় ১৫ লাখ কম্বলের চাহিদার বিপরীতে পাওয়া গেছে মাত্র ৩৭৫টি কম্বল৷''

তিনি বলেন, ‘‘অভিযোগ আছে যে, কম্বল বিতরণ করা হচ্ছে তা-ও প্রকৃত যাদের প্রয়োজন, তারা পচ্ছে না৷ বিতরণকারীরা তাদের আত্মীয়-স্বজন ও পরিচিতদের মধ্যে বিতরণ করছেন৷''

পঞ্চগড় ছাড়াও দেশের উত্তরের জেলা রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নিলফামারী, ঠাকুরগাও, বগুড়ায় একই অবস্থা৷ রংপুরে পাঁচ লাখ কম্বলের চাহিদার বিপরীতে সামান্য কিছু কম্বল পাঠানো হয়েছে৷

‘নভেম্বরের শুরুতেই  ৩২ লাখ কম্বল পাঠিয়েছি’

This browser does not support the audio element.

এদিকে শীত ও কুয়াশার কারণে আলু ও গমসহ রবিশস্যে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে৷ বোরো ধানের বীজতলা  পলিথিন দিয়ে ঢেকে রক্ষা করা হচ্ছে৷ তবে শীতের এই তীব্রতা অব্যাহত থাকলে বীজতলাও নষ্ট হতে পারে৷

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রনালয়ের সচিব শাহ কামাল ডয়চে ভেলেকে বলেন, ‘‘উত্তরাঞ্চলের ২০ জেলায় আমরা নভেম্বরের শুরুতেই  ৩২ লাখ কম্বল পাঠিয়েছি৷ গত দু'দিনে পাঠানো হয়েছে আরো ৯ লাখ৷ আর ৮০ হাজার প্যাকেট শুকনো খাবার পাঠানো হয়েছে৷''

তিনি আরো বলেন, ‘‘প্রতিটি জেলায়ই একজন করে কর্মকর্তা নিয়োগ করা হয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার জন্য৷ আমরাও কেন্দ্র থেকে জেলা প্রশাসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি৷''

এদিকে শীতজনিত রোগ, বিশেষ করে ডায়রিয়া ও শ্বাসকষ্টসহ আরো কিছু রোগের চিকিৎসা দিতে রংপুর বগুড়াসহ বেশ কয়েকটি জেলায় মেডিক্যাল টিম কাজ করছে বলে স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ