1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৫০ হাজার বিয়ে পিছিয়ে দিলো করোনা

১৩ মে ২০২০

করোনা সংকটের কারণে ইটালিতে প্রায় ১৭ হাজার বিয়ের অনুষ্ঠান বাতিল করা হয়েছে৷ আর বিয়ের মওসুম আগামী মাসগুলোতে এই সংখ্যা বেড়ে ৫০ হাজার পর্যন্ত হতে পারে৷

প্রতীকী ছবিছবি: picture-alliance/dpa/A. Medichin

ইটালিতে বিয়ের অনুষ্ঠান বিশেষকরে দক্ষিণ ইটালিতে বেশ জাকজমকভাবে নিজস্ব সংস্কৃতিতে উদযাপন করা হয়ে থাকে আর থাকে একাধিক ইভেন্ট প্ল্যানার প্রতিষ্ঠান৷ রাইনিউজ বেতারের এক রিপোর্টে এসব তথ্য জানানো হয়৷

বিদেশিদের বিয়ের অনুষ্ঠানও বাতিল করা হয়েছে৷ ঘটা করে বিয়ের অনুষ্ঠান উদযাপন করতে বহু বিদেশি দম্পতি ইটালিতে যান৷ যান বিভিন্ন দেশ থেকে অনেক সেলিব্রেটিও ৷ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে নয় হাজার বিদেশি দম্পতি গত বছর ইটালি ভ্রমন করেছে বলে জানান এক বিবাহ ইভেন্ট প্রতিনিধি৷ অন্য অনেকের মতো তিনিও বিয়ের অনুষ্ঠান আবার শুরু করার জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন৷ এই ইভেন্ট ম্যানেজারের মতে করোনার কারণে বিয়ের অনুষ্ঠান হতে পারে হোটেলের হলরুমের পরিবর্তে হোটেলের পার্কে এবং ৫০০ অতিথির পরিবর্তে আমন্ত্রিত হতে পারে ৩০০ অতিথি৷  

করোনা সংকটে বর্তমানে বিয়ে সংক্রান্ত সব ব্যবসা বন্ধ৷ এই বছরের মডেলগুলি আগামী মওসুমে বা ২০২২ সালেও একইরকম সুন্দর থাকবে বলে নিজেকে প্রবোধ দিচ্ছেন বিয়ের জমকালো পোশাক দোকানের এক মালিক৷ আর ঠিক একইভাবে তিনি সমবেদনা জানাচ্ছেন বিয়ের অনুষ্ঠান বাতিল হওয়া, মন খারাপ করা ভবিষ্যত নববধুদেরও৷

এনএস/কেএম/(কেএনএ)

৬ মে’র ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ