1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৫২ শতাংশের ভোটাধিকার নেই

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২ জানুয়ারি ২০১৪

১০ম জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত নির্বাচন কমিশন৷ ৩০০টি আসনের মধ্যে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হওয়ায়, ভোট হবে ১৪৭টি আসনে৷ এ কারণে মোট ভোটারের শতকরা ৫২ ভাগের ভোট প্রয়োগের সুযোগ থাকছে না৷

৩০০ আসনের মধ্যে ভোট হবে মাত্র ১৪৭টি আসনেছবি: DW/M. Mamun

বাংলাদেশে ৫ই জানুয়ারির নির্বাচন বর্জন করছে প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোট৷ তাদের পথ অনুসরণ করছে আরো কিছু দল৷ নিবন্ধিত ৩৭টি দলের মধ্যে শাসক দল আওয়ামী লীগসহ ১২টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিচ্ছে৷ নির্বাচন কশিমনার মোহাম্মদ শাহনেওয়াজ ডয়চে ভেলেকে জানান, নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানাতে বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনাররা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করছেন৷ তিনি জানান, তাঁরা সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চূড়ান্তও করেছেন৷

সুশাসনের জন্য নাগরিক সুজনের হিসাব অনুযায়ী, ১৫৩টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায়, ৬৪ জেলার মধ্যে ৫টি জেলায় কোনো নির্বাচন হবে না৷ এছাড়া, ১৫টি জেলায় একটি করে আসনে নির্বাচন হবে৷ আর ৩৪টি জেলায় নির্বাচন হবে আংশিক৷ অর্থাৎ, মাত্র ১০টি জেলার সব আসনে নির্বাচন হবে৷

নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা খাতে ব্যয় অর্ধেক করা হয়েছেছবি: Munir uz Zaman/AFP/Getty Images

দেশে মোট ভোটারের সংখ্যা ৯ কোটি ১৯ লাখ৷ নির্বাচন কমিশনের দেয়া তথ্য মতে, এবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন মাত্র ৪ কোটি ৩৬ লাখ ভোটার৷ এর অর্থ, ৫ লাখের মতো ভোটার, মানে শতকরা ৫২ ভাগ ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগই পাবেন না৷

নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব জানিয়েছেন, ৫০ ভাগেরও বেশি আসনে নির্বাচন হবে না৷ তাই এবারের নির্বাচনে খরচ প্রায় অর্ধেকে নেমে এসেছে৷ আইন-শৃঙ্খলা খাতে ২৮৮ কোটি টাকার পরিবর্তে এখন খরচ হচ্ছে মাত্র ১৪৪ কোটি টাকা৷ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার ভোটকেন্দ্র ১৮,১২৩টি, ভোট কক্ষ ৯০,৭২৪টি, প্রার্থী ৩৮৬ জন এবং সহকারী রিটার্নিং অফিসার ২৮৬ জন৷

নির্বাচন কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৫ই জানুয়ারি ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে, মানে ৩রা জানুয়ারি সকাল ৮টা থেকে নির্বাচনের আর কোনো প্রচার প্রচারণা করা যাবে না৷ তবে নির্বাচন কমিশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ১২টি রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগসহ ৬টি রাজনৈতিক দলকে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি-তে প্রচার-প্রচারণার সুযোগ দিয়েছে৷ এর মধ্যে আওয়ামী লীগ ৪০ মিনিট, জাতীয় পার্টি ২০ মিনিট এবং জেপি, জাসদ, ওয়াকার্স পার্টি ও বিএনএফ ১৫ মিনিট করে সময় পাচ্ছে৷

প্রস্তুত নির্বাচন কমিশনছবি: DW

সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ডয়চে ভেলেকে জানান, যে নির্বাচনে অর্ধেকেরও বেশি ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না, সেই নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না৷ সংবিধানের সঙ্গেও এই নির্বাচন সামঞ্জস্যপূর্ণ নয়৷ কারণ, সংবিধানে ভোটাধিকার এবং ভোটের মাধ্যমে নির্বাচনের কথা বলা হয়েছে৷ কিন্তু এবার অর্ধেকেরও বেশি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট ছাড়াই নির্বাচিত হয়েছেন৷ তার ওপর প্রধান বিরোধী দলসহ অধিকাংশ রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করছে৷

উল্লেখ্য, ৫ই জানুয়ারির এই নির্বাচন প্রতিহত করতে ১লা জানুয়ারি থেকে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করেছে বিরোধী ১৮ দল৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ