1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৫ সাংসদের জামিন, সংসদে যায়নি বিএনপি

২৭ মে ২০১২

হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপিসহ ১৮ দলের ৫ জন সংসদ সদস্য হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন৷ আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বাকিদের জামিনের ব্যাপারে এক সপ্তাহের রুল জারি করা হয়েছে৷

ছবি: DW/S.K.Dey

রবিবার বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হলেও বিএনপি প্রথম দিনের অধিবেশনে যোগ দেয়নি৷

হরতালে ২৯শে এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ১৮ দলের মোট ৩৪ নেতাকে জেলে পাঠানো হয় ১৬ই মে৷ তাঁদের মধ্যে ৮ জন সংসদ সদস্য রয়েছেন৷ দুই দফা জামিন আবেদন নাকচ হওয়ার পর রবিবার হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি নাজমুল আহসানের বেঞ্চ ৫ জন সংসদ সদস্যের ছয়মাসের জামিন মঞ্জুর করেন৷ আর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ২৯ জনকে কেন জামিন দেয়া হবেনা তা জানতে চেয়ে সরকারের ওপর রুল জারি করা হয়েছে৷ জামিন পাওয়া পাঁচ সংসদ সদস্য হলেন, বিএনপি'র এম কে আনোয়ার, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এলডিপি'র অলি আহমেদ এবং বিজেপির আন্দালিব রহমান পার্থ৷ আদালতে আসামিদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মওদুদ আহমেদ৷ তিনি জানান বাকিদের জামিনের বিষয়টি রুল নিস্পত্তির মাধ্যমেই সিদ্ধান্ত হতে পারে৷

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল এম কে রহমান৷ তিনি জানান সংসদ সদস্য হওয়ায় ৫ জন জামিন পেয়েছেন৷ আর সাদেক হোসেন খোকা অসুস্থ থাকায় তাঁর জামিন আবেদনের শুনানি হবে সোমবার৷

এদিকে রবিবার বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হলেও বিএনপি সংসদে যায়নি৷ বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, নেতাদের জেলে রেখে তাঁরা সংসদে যাবেন না৷

এর জবাবে সরকার দলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ বলেছেন, বিরোধী দল চায় না সংসদ কার্যকর হোক, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করুক৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ