‘‘সুপারমুন'' ঘটে নিয়মিতভাবে প্রতি ১৪ মাস অন্তর৷ কিন্তু সোমবারের চাঁদটি হবে ‘‘এক্সট্রা-সুপারমুন''৷ চাঁদকে আবার এত কাছ থেকে দেখতে পাওয়া যাবে ২০৩৪ সালে৷
নাসার হিসেব অনুযায়ী এদিন চাঁদ থাকবে পৃথিবী থেকে মাত্র ৩৫৬,৫০৯ কিলোমিটার দূরে, যা কিনা রাতের আকাশ থেকে ভূপৃষ্ঠ অবধি চাঁদামামার সাধারণ দূরত্বের চেয়ে ২৭,৮৯১ কিলোমিটার কম৷
১৯৬৯ সালের ২০ জুলাই টেলিভিশনের পর্দায় এ্যাপোলো ১১ এর কমান্ডার নিল আর্মস্ট্রংকে লুনার মডিউল থেকে ধীর গতিতে চন্দ্রপৃষ্ঠে হেঁটে যেতে দেখা যাচ্ছে৷
ছবি: AP১৯৬৯ সালের ২০ জুলাই চাঁদের নরম ধুসর বুকে এ্যাপোলো ১১ এর নভোচারীদের একজনের পদচিহ্ন৷ ঐ অভিযানের কমান্ডার নিল এ আর্মস্ট্রং এবং এয়ার ফোর্স কর্নেল এডউইন ই অল্ড্রিন প্রথম চাঁদের বুকে পদার্পণ করেছিলেন৷ চন্দ্রপৃষ্ঠ থেকে তাঁরা পরদিন ২১ জুলাই পৃথিবীতে ফিরে আসেন৷ ১৯৬৯ সালের ২০ জুলাই মানুষের প্রথম চাঁদে অবতরণের ৪০তম বর্ষপূর্তি উদযাপন করা হচ্ছে এই বছর৷
ছবি: AP১৯৬৯ সালের ২০ জুলাই এ্যাপোলো ১১ অভিযানের সময় চাঁদের বুকে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা উত্তোলনের পর পাশে দাঁড়িয়ে রয়েছেন নভোচারী এডউইন ই অল্ড্রিন৷ ঐ অভিযানে চাঁদের বুকে প্রথম অবতরণে অল্ড্রিনের সাথি ছিলেন নিল আর্মস্ট্রং৷ কমান্ড মডিউল পরিচালনায় ছিলেন নভোচারী মাইকেল কলিন্স৷ এই অভিযানের মধ্য দিয়ে মহাকাশ অভিযানে তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে পেছনে ফেলে এগিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র৷
ছবি: AP১৯৬৯ সালে তোলা এ্যাপোলো ১১ অভিযানের তিন নভোচারী৷ বাম দিক থেকে নিল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স এবং এডউইন ই অল্ড্রিন৷
ছবি: AP১৯৬৯ সালে চাঁদে অভিযানের সফলতাকে স্বাগত জানিয়ে বিকিনি পরা জাপানি মেয়েরা রাজধানী টোকিওতে মার্কিন দূতাবাসের সামনে উল্লাস করছে৷
ছবি: AP১৯৬৯ সালের ২০ জুলাই চন্দ্রপৃষ্ঠে মার্কিন পতাকা স্থাপন করছেন নিল আর্মস্ট্রং এবং এডউইন অল্ড্রিন৷ লুনার মডিউলে থাকা ১৬ এমএম মুভি ক্যামেরায় ধারণ করা হয়েছিল এই ছবি৷
ছবি: AP১৯৬৯ সালের ২০ জুলাই লুনার মডিউল থেকে তোলা নভোচারী মাইকেল কলিন্সসহ এ্যাপোলো কমান্ড মডিউলের দৃশ্য৷ এর একটু আগেই নভোচারী নিল আর্মস্ট্রং এবং এডউইন অলড্রিন লুনার মডিউলে করে এ্যাপোলো ১১ থেকে আলাদা হয়ে যান৷ পেছনে চাঁদের পৃষ্ঠতল৷
ছবি: APইডাহোর পোকাটেলোতে অবস্থিত ক্রেটার্স অব দ্য মুন ন্যাশনাল মনুমেন্ট এ ১৯৯৯ সালের ২২ মে নাসার প্রাক্তন নভোচারী জো এঙ্গেল (বামে) এবং জিন কেরনান (মাঝে) ৩০ বছরের পুরনো ছবির প্রদর্শনী ঘুরে দেখছেন৷ সাথে রয়েছেন ইডাহো রাজ্যের পররাষ্ট্র মন্ত্রী পিট কেনারুসা৷ চাঁদের বুকে হাঁটার কৃতিত্বের অধিকারী সর্বশেষ নভোচারী কেরনান৷
ছবি: APআব্রাহাম লিংকনের ২০০তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে ২০০৯ সালের ১৮ জুন বক্তৃতা করছেন প্রাক্তন নভোচারী নিল আর্মস্ট্রং৷ চাঁদে অবতরণকারী প্রথম মানুষ হিসেবে কৃতিত্বের অধিকারী আর্মস্ট্রং৷
ছবি: DW১৯৬৯ সালে মার্কিন নভোচারী নিল আর্মস্ট্রং৷ ১৯৬৯ সালের জুলাই মাসে এ্যাপোলো ১১ এর চন্দ্র অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন তিনি৷ চাঁদের বুকে পদার্পণকারী প্রথম নভোচারী হিসেবে বিবেচনা করা হয় নিল আর্মস্ট্রংকে৷
ছবি: APচাঁদে অভিযানের আট দিন পর ১৯৬৯ সালের ২৪ জুলাই এ্যাপোলো ১১ অভিযানের নভোচারীরা প্রশান্ত মহাসাগরে নিরাপদে অবতরণ করার পর মার্কিন নৌ বাহিনীর কর্মকর্তারা তাঁদেরকে উদ্ধার করছেন৷
ছবি: AP১৯৬৯ সালের ১৬ জুলাই ফ্লোরিডার কেপ কেনেডি থেকে চাঁদের উদ্দেশ্যে স্যাটার্ন ফাইভ রকেটে করে এ্যাপোলো ১১ এর উৎক্ষেপণ দৃশ্য৷
ছবি: AP আকাশ পরিষ্কার থাকলে চাঁদকে প্রায় ১৪ শতাংশ বড় করে দেখা যাবে, বিশেষ করে চাঁদ যখন উঠছে৷ চাঁদের আলোও হবে অনেক বেশি উজ্জ্বল৷ আর সোমবার যদি আকাশ মেঘলাও থাকে, তার পরের কয়েক দিনও সুপারমুন দেখা যাবে, বলে নাসা থেকে আশ্বাস দেওয়া হয়েছে৷
সোমবারের সুপারমুনের ফলে সাগরের ঢেউ আরো উঁচু হবে, তবে এত উঁচু নয় যে, তার ফলে প্লাবন দেখা দিতে পারে৷ কথাটা বলার কারণ এই যে, ২০১১ সালে জাপানে ভূমিকম্প ও সুনামির জন্যও ‘‘সুপারমুন''-কে দোষী করা হয়েছিল৷ পরে নাসা-কে সেই অপবাদ খণ্ডন করতে হয়৷
স্টেফান বিয়েনকোভস্কি/এসি