1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চাঁদ যখন হাতের নাগালে

১১ নভেম্বর ২০১৬

১৪ই নভেম্বর, ২০১৬ তারিখে চাঁদ পৃথিবীর যত কাছে আসবে, ১৯৪৮ সাল যাবৎ তা আর ঘটেনি৷ আগামী সোমবার চাঁদ পৃথিবী থেকে তার সাধারণ দূরত্বের প্রায় ৩০,০০০ কিলোমিটার বেশি কাছে থাকবে৷

সুপারমুন
ছবি: picture-alliance/dpa/G. Licovski

‘‘সুপারমুন'' ঘটে নিয়মিতভাবে প্রতি ১৪ মাস অন্তর৷ কিন্তু সোমবারের চাঁদটি হবে ‘‘এক্সট্রা-সুপারমুন''৷ চাঁদকে আবার এত কাছ থেকে দেখতে পাওয়া যাবে ২০৩৪ সালে৷

নাসার হিসেব অনুযায়ী এদিন চাঁদ থাকবে পৃথিবী থেকে মাত্র ৩৫৬,৫০৯ কিলোমিটার দূরে, যা কিনা রাতের আকাশ থেকে ভূপৃষ্ঠ অবধি চাঁদামামার সাধারণ দূরত্বের চেয়ে ২৭,৮৯১ কিলোমিটার কম৷

আকাশ পরিষ্কার থাকলে চাঁদকে প্রায় ১৪ শতাংশ বড় করে দেখা যাবে, বিশেষ করে চাঁদ যখন উঠছে৷ চাঁদের আলোও হবে অনেক বেশি উজ্জ্বল৷ আর সোমবার যদি আকাশ মেঘলাও থাকে, তার পরের কয়েক দিনও সুপারমুন দেখা যাবে, বলে নাসা থেকে আশ্বাস দেওয়া হয়েছে৷

সোমবারের সুপারমুনের ফলে সাগরের ঢেউ আরো উঁচু হবে, তবে এত উঁচু নয় যে, তার ফলে প্লাবন দেখা দিতে পারে৷ কথাটা বলার কারণ এই যে, ২০১১ সালে জাপানে ভূমিকম্প ও সুনামির জন্যও ‘‘সুপারমুন''-কে দোষী করা হয়েছিল৷ পরে নাসা-কে সেই অপবাদ খণ্ডন করতে হয়৷

স্টেফান বিয়েনকোভস্কি/এসি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ