1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৬০ শরণার্থীর দায়িত্ব নেবে জার্মানি

১০ জানুয়ারি ২০১৯

মাল্টা সাগরে কয়েক সপ্তাহ ধরে ভাসমান শরণার্থীদের কয়েকজনের দায়িত্ব নিচ্ছে জার্মানি৷ মাল্টা প্রশাসনের অনুমতিক্রমে জার্মান বেসরকারি সংস্থার দুটি উদ্ধারকারী জাহাজে করে ৪৯ জন শরণার্থীকে ডাঙায় তোলা হয়৷

ছবি: Sea-Watch/Chris Grodotzki

শরণার্থী গ্রহণ প্রসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর চলমান দ্বন্দ্বের মধ্যেই জার্মানি তাদের দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত জানিয়েছে৷ কমপক্ষে ৬০ জন শরণার্থীকে নিতে রাজি জার্মানি৷

মাল্টা প্রশাসন এক টুইটার বার্তায় জানিয়েছে, জার্মান এনজিও সি ওয়াচ-৩ এবং অধ্যাপক আলব্রেখট পেনক এই কাজে নিয়োজিত ছিলেন৷ সেই বার্তায় সবার সহযোগিতার জন্য ধন্যবাদও জানায় প্রশাসন৷   

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর ও ২৯ ডিসেম্বর মাল্টার জলসীমায় যথাক্রমে ৩২ জন ও ১৭জন শরণার্থীকে উদ্ধার করা হয়৷ তাঁদের নৌকাতেই  ভাসমান জীবন কাটাতে হচ্ছে৷ কারণ, ইউরোপীয় দেশগুলো শরণার্থীদের প্রবেশ বন্ধ রেখেছে৷ গত ২ সপ্তাহ ধরে সমুদ্রেই ছিল অসহায় শরণার্থী পরিবারগুলো৷

জাজিমে ঢুকে স্বপ্নের ইউরোপে!

01:17

This browser does not support the video element.

মাল্টার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এই ৪৯ জনের আগেও ২৪৯ জন ভাসমান শরণার্থীকে আশ্রয় দেয়া হয়েছে৷ এখন পর্যন্ত এদের মধ্য থেকে ৬০ জনের দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত জানিয়েছে জার্মানি৷ ইউরোপের অন্য কোনো দেশ এখনো আগ্রহ প্রকাশ করেনি৷

এর আগে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার সাংবাদিকদের বলেন, জার্মান এনজিও এই মুহূর্তে যে শরণার্থীদের উদ্ধার করেছে, সেই ৫০ জনকে আমরা এখনি নিতে প্রস্তুত৷ তবে আমাদের প্রত্যাশা ও দাবি থাকবে, আমাদের সঙ্গে ইউরোপীয় অন‌্যান্য দেশও সংহতি জানাবে৷

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মাল্টার প্রেসিডেন্ট জোশেফ মাস্কাট এক বিবৃতিতে বলেন, ২৪৯ শরণার্থীকে ৮ ইউরোপীয় দেশে ভাগ করে দেওয়ার সিদ্ধান্তেই তাঁর দেশে আশ্রয় দেওয়া হয়েছিল৷ দেশগুলো হচ্ছে জার্মানি, ফ্রান্স, পর্তুগাল, আয়ারল্যান্ড, রোমানিয়া, লুক্সেমবুর্গ, নেদারল্যান্ডস ও ইটালি৷ তিনি আশা প্রকাশ করেন, জার্মানির মতো ইউরোপের অন্য দেশগুলোও এখন এগিয়ে আসবে৷

জেফারসন চেজ/এফএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ