1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির অপ্রাপ্তবয়স্ক অভিবাসী

৯ ফেব্রুয়ারি ২০১৭

আশ্রয়ের শর্ত পূরণ না হওয়ায় গত বছর ৬২০ জন অভিভাবকবিহীন অপ্রাপ্তবয়স্ককে জার্মানি থেকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে জার্মান সরকার৷ সবুজ দল এর কড়া সমালোচনা করেছে৷

Deutschland Flüchtlinge an der deutsch-österreichischen Grenze
ছবি: picture-alliance/dpa/A. Weigel

এই দলের অনুরোধেই জার্মান সরকার এ সংক্রান্ত তথ্য দিয়েছে বলে জানিয়েছে স্থানীয় পত্রিকা ‘রাইনিশে পস্ট’৷ বহিষ্কার হওয়াদের মধ্যে ২৭৫ জন আফগান, ৫৮ জন সিরীয়, ৩৯ জন ইরিত্রীয় এবং ৩৬ জন ইরাকের শিশু রয়েছে৷

বর্তমানে জার্মানিতে ৪৫,২২৪ জন অপ্রাপ্তবয়স্ক অভিবাসী বাস করছে বলেও জানিয়েছে সরকার৷ গত বছর ৮৯ শতাংশ অপ্রাপ্তবয়স্ক শরণার্থীর আশ্রয়ের আবেদন গ্রহণ করা হয়৷ সিরিয়ার প্রায় ৯৮ শতাংশ এবং ইরাকের প্রায় ৭১ শতাংশ অপ্রাপ্তবয়স্কের আবেদন মঞ্জুর করা হয়৷ মরক্কান ও লিবীয়দের বেশিরভাগ আবেদন অসফল হয়েছে, কারণ, জার্মান সরকার এখন দেশ দুটিকে ‘নিরাপদ’ হিসেবে বিবেচনা করে৷

সমালোচনা

৬২০ জন অপ্রাপ্তবয়স্ককে তাদের দেশে পাঠিয়ে দেয়ার কড়া সমালোচনা করেছে জার্মানির গ্রিন পার্টি৷ দলের অন্যতম শীর্ষনেতা বেয়াটে ওয়াল্টার-রোজেনহাইম বলেন, দেশে পাঠিয়ে দেয়ার আগে তাদের কোনো আত্মীয় জার্মানিতে আছেন কিনা সেটি বিবেচনা করে দেখা উচিত ছিল৷

কড়া নিয়মনীতি

জার্মানিতে আসা অনূর্ধ্ব-১৮ বয়সের শরণার্থীদের কড়া নিয়মনীতির মধ্যে দিয়ে যেতে হয়৷ এরপরই তাদের আশ্রয়ের আবেদন গৃহীত হয়৷ নতুন আসা শরণার্থীদের শিশুদের নিয়ে কাজ করে এমন সংগঠনের কাছে পাঠানো হয়৷ কারও বয়স নিয়ে সন্দেহ থাকলে তার হাড় পরীক্ষা করা হয়৷ জার্মানির ১৬টি রাজ্যের আর্থিক অবস্থা বিবেচনা করে প্রতিটি রাজ্যের জন্য অপ্রাপ্তবয়স্ক শরণার্থী নেয়ার কোটা নির্ধারণ করে দেয়া হয়েছে৷

জেডএইচ/এসিবি (কেপিএ, ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ