1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিরাশিয়া

৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দি নিয়ে রুশ বিমান বিধ্বস্ত

২৪ জানুয়ারি ২০২৪

৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দি বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, বিমানে থাকা কেউ বেঁচে নেই।

ইউজিসি ভিডিও থেকে নেয়া ছবিতে বেলগোরোদ অঞ্চলের ইয়াবলোনোভোর কাছে একটি আবাসিক এলাকায় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে আগুনের শিখা দেখা যাচ্ছে
ইউক্রেনের বেলগোরোদ অঞ্চলের ইয়াবলোনোভোর কাছে আবাসিক এলাকায় রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত হয়ছবি: UGC/AP/picture alliance

সামরিক পরিবহণ বিমানে ৭৪ জন আরোহী ছিলেন বলে জানানো হয়েছে। তাদের মধ্যে ৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দি। বুধবার ইউক্রেনের কাছে একটি সীমান্ত অঞ্চলে বিমানটি ভেঙে পড়ে। বেলগোরোদ এলাকায় বিমান এভাবে বিধ্বস্ত হওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এলাকার গভর্নর ব্যাচেস্লাভ গ্লাদকভ উল্লেখ করেননি বিমানটিতে কারা ছিলেন। তবে তিনি বলেছেন, বিমানে থাকা কেউ বেঁচে নেই।

বেলগোরোদ এলাকায় বিমান এভাবে বিধ্বস্ত হওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নিছবি: UGC/AP/picture alliance

বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস নিশ্চিত করতে পারেনি বিমানে কতজন ছিলেন। ইউক্রেনের কর্মকর্তারা যাচাই না করে কোনো তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে বলেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তি মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানানো হয়। তারা বলেছে, যুদ্ধবন্দিদের সীমান্ত অঞ্চলে নিয়ে যাওয়া হচ্ছিল। বন্দি বিনিময়ের কথা ছিল৷

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, একটি বিমান তুষারাবৃত গ্রামীণ অঞ্চলে ভেঙে পড়ছে। ভিডিও দেখে একটি আগুনের বল মাটিতে নেমে আসছে বলে মনে হয়েছে।

আরকেসি/এসিবি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ