1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সলমান রুশদি

১৮ জুন ২০১২

ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সলমান রুশদির জন্ম ১৯৪৭ সালের ১৯শে জুন৷ মঙ্গলবার তিনি ৬৫ বছর পূর্ণ করছেন৷ কিন্তু বিতর্ক আজও তাঁর পেছন ছাড়ছে না৷

ছবি: AP

বিখ্যাত মানুষ, অথচ তাকে ঘিরে বিতর্ক নেই – এ যেন অনেকটা ‘সোনার পাথরবাটি'-র মতো অবাস্তব ধারণা৷ কিন্তু একটি উপন্যাস প্রকাশের পর থেকে লেখককে স্বাভাবিক জীবন থেকে কার্যত নির্বাসিত করার ঘটনার তুলনা মেলা ভার৷

সলমান রুশদির ক্ষেত্রে ঠিক সেটাই ঘটেছিল৷ মঙ্গলবার ১৯শে জুন তিনি ৬৫ বছরে পা দিচ্ছেন৷ এমন এক জন্মদিন উপলক্ষ্যে রুশদির প্রতি গোটা বিশ্বের নজর পড়ছে৷ কেমন আছেন তিনি? কী করছেন? বিতর্ক থেকে কতদূরে রয়েছেন?

১৯৮৮ সালে রুশদির ‘দ্য স্যাটানিক ভার্সেস' উপন্যাস প্রকাশিত হওয়ার পর গোটা বিশ্বে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়৷ ইসলাম ধর্মের অবমাননার দায়ে ১৯৮৯ সালে ইরানের তৎকালীন ধর্মীয় নেতা আয়াতোল্লাহ খোমেইনি রুশদির বিরুদ্ধে ফতোয়া জারি করেন৷ রুশদির মাথার দাম স্থির হয় ১০ লক্ষ ডলার৷ তারপর দীর্ঘ প্রায় ৯ বছর ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে আত্মগোপন করে ছিলেন লেখক৷ ২০০৬ সালে আনুষ্ঠানিকভাবে সেই ফতোয়া প্রত্যাহার করে নেওয়া হয়৷ তারপর থেকে তাঁর ‘স্বাভাবিক' জীবনযাত্রায় ফিরে আসার কথা৷ কিন্তু বাস্তবে কি সত্যি ‘স্বাভাবিক' জীবনযাপন করতে পারছেন রুশদি?

‘দ্য স্যাটানিক ভার্সেস'ছবি: Random House

ঘটনা হলো, বিতর্ক আজও রুশদির পেছন ছাড়ে নি৷ বলা যেতে পারে, তিনি নিজেও বিতর্ক থেকে দূরে থাকেন নি৷ এখনো গর্জে ওঠেন৷ কয়েক দিন আগে লন্ডনে এক সাহিত্য উৎসবে তিনি ইরানের ধর্মীয় নেতাদের সম্পর্কে মস্করাও করে বসলেন৷ বললেন, কোনো বই আসলে নির্দিষ্ট এক ধরণের পাঠক সমাজের জন্য লেখা হয়৷ তিনি যেমন ‘দ্য স্যাটানিক ভার্সেস' উপন্যাসটি মোটেই ইরানের মোল্লাদের জন্য লেখেন নি৷

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ও রাজনৈতিক নেতা ইমরান খানের সঙ্গেও সম্প্রতি বেশ সংঘাতে জড়িয়ে পড়েন রুশদি৷ দিল্লির এক অনুষ্ঠানে দু'জনেই আমন্ত্রিত ছিলেন৷ অতিথিদের তালিকায় রুশদির নাম দেখে ইমরান সেই আমন্ত্রণ গ্রহণ করেন নি৷ রুশদির তির্যক মন্তব্য ছিল, ‘‘আসলে প্রাক্তন ক্রিকেট ক্যাপ্টেন আমার বাউন্সার'এর মুখোমুখি হতে ভয় পাচ্ছেন৷''

রুশদি কোটি কোটি মানুষের ধর্মীয় চেতনায় আঘাত করেছেন, না কি লেখক হিসেবে অপ্রিয় হলেও মত প্রকাশের পূর্ণ অধিকার তাঁর আছে, সেই বিতর্ক আজও চলছে৷ কিন্তু ৬৫ বছর বয়সেও ক্লান্তির কোনো ছাপ দেখা যাচ্ছে না রুশদির কাজে-কর্মে বা কথায়৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ