1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডাইনোসরের বিলুপ্তি

তাসমিন ওয়াকার/জেডএইচ২৭ জুন ২০১৫

আজ থেকে ঠিক এত বছর আগে ডাইনোসররা বিলুপ্ত হয়েছিল৷ বিজ্ঞানীদের কাছে সে সময়টা পরিচিত পঞ্চম ‘মাস ইক্সটিঙ্কশন' বা ‘ব্যাপক বিলুপ্তি' নামে৷ এত বছর পর এখন চলছে এর ষষ্ঠ সংস্করণ, বলছেন বিজ্ঞানীরা৷

Verhältnis Tyrannosaurus Rex Mensch Symbolbild
ছবি: picture alliance/Mary Evans Picture Library/Ardea

তিনটি বিখ্যাত মার্কিন বিশ্ববিদ্যালয় – প্রিন্সটন, বার্কলে, স্ট্যানফোর্ড – এর গবেষকদের একটি গবেষণা সম্প্রতি ‘সায়েন্স অ্যাডভান্স' জার্নালে প্রকাশিত হয়েছে৷ বিজ্ঞানীরা বলছেন, প্রাণীরা আগে যে হারে অবলুপ্তির শিকার হতো এখন সেটা হচ্ছে ১০০ গুণ বেশি হারে! এই হার নাকি ৬৬ মিলিয়ন বছর আগে ডাইনোসরদের বিলুপ্তির সময়কার হারের সঙ্গে সঙ্গতিপূর্ণ৷ তাই বিজ্ঞানীরা মনে করছেন, ধীরে ধীরে ষষ্ঠ ‘ব্যাপক বিলুপ্তি'-র দিকে যাচ্ছে বিশ্ব৷ এ জন্য মানুষকেই দায়ী করছেন তাঁরা৷ দিন যত যাচ্ছে মানুষ তত বাড়ছে, আর নিজেদের প্রয়োজনে মানুষ গাছ কাটছে, উজাড় করছে বনাঞ্চল৷ শুধু তাই নয়, বণ্যপ্রাণীদের নিয়ে অবৈধ ব্যবসা করছে মানুষ৷ এছাড়া রয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব৷

অবশ্য, বিজ্ঞানীরা যে বলছেন, গণ অবলুপ্তি শুরু হচ্ছে বা হয়েছে, তার প্রথম শিকার নাকি হতে পারে মানুষ নিজেই৷

আলোচিত এই গবেষণার গবেষক দলের প্রধান গেরাডো সেবালোস ডয়চে ভেলেকে বলেন, ‘‘গবেষণা শুরুর আগে তাঁর ধারণা ছিল জীববৈচিত্র্যের ক্ষতির কারণ হয়ত মানুষ, কিন্তু সেটা যে এত বেশি তা ভাবতে পারিনি৷''

আইইউসিএন-এর আরেকটি গবেষণা বলছে, প্রায় ৪১ শতাংশ উভচর এবং ২৬ শতাংশ স্তন্যপায়ী প্রাণী বর্তমানে হুমকির মুখে রয়েছে৷

পরিস্থিতির উন্নয়নে মানুষকে সচেতন করা এবং নীতি নির্ধারকরা যেন বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবে সেটা নিশ্চিত করতে হবে বলে জানান ‘ওয়ার্ল্ডওয়াইড ফান্ড ফর নেচার' বা ডাব্লিউডাব্লিউএফ, জার্মানির ঊর্ধ্বতন কর্মকর্তা আরনুল্ফ ক্যোয়েনকে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ