1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৬৮তম ভেনিস চলচ্চিত্র উৎসব শুরু হল

৩১ আগস্ট ২০১১

বুধবার থেকে ১১ দিন ধরে চলচ্চিত্র জগতের নামি ব্যক্তিত্বদের সমাগম দেখা যাবে ভেনিসে৷ ‘গোল্ডেন লায়ন’ বা স্বর্ণ সিংহ পুরস্কারের জন্য এবার প্রতিযোগিতার দৌড়ে রয়েছে ২২টি ছবি৷

Director Sofia Coppola with her Golden Lion award for the film Somewhere at the Award Ceremony at the 67th edition of the Venice Film Festival in Venice, Italy, Saturday, Sept. 11, 2010. (AP Photo/Andrew Medichini)
‘গোল্ডেন লায়ন’ বা স্বর্ণ সিংহছবি: AP

বিশ্বের সবচেয়ে পুরানো চলচ্চিত্র উৎসবে এবার রয়েছে এক বড় চমক৷ যে ২২টি ছবি ‘গোল্ডেন লায়ন'এর দৌড়ে রয়েছে, তার প্রত্যেকটি মুক্তি পাচ্ছে এই উৎসবেই৷ অর্থাৎ এর আগে সাধারণ দর্শকরা ছবিগুলি দেখার সুযোগ পান নি৷ উদ্বোধনী ছবি হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘আইডেস অফ মার্চ'৷ ছবির পরিচালক ও অন্যতম অভিনেতা হলিউড তারকা জর্জ ক্লুনি৷ এবারের উৎসবে হলিউড'এর দাপট চোখে পড়ার মতো৷ মোট ৫টি হলিউড ছবি প্রতিযোগিতার দৌড়ে রয়েছে৷ আয়োজক দেশ ইটালি ও ব্রিটেনের তিনটি করে ছবিও মূল বিভাগে দেখানো হচ্ছে৷ এশিয়া থেকে মাত্র দু'টি ছবি প্রতিযোগিতায় অংশ নিচ্ছে৷ সেগুলি হলো জাপানের ‘হিমিজু' ও হংকং থেকে ‘এ সিম্পল লাইফ'৷

ছবি: Venice Film Festival

উৎসবে অংশ নিলেও অনুপস্থিত থাকতে হচ্ছে পোলিশ-ফরাসি পরিচালক রোমান পোলানস্কি'কে৷ তাঁর সর্বশেষ ছবি ‘কার্নেজ' প্রতিযোগিতায় অংশ নিলেও মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় তিনি ইটালি যাওয়ার ঝুঁকি নিচ্ছেন না৷ প্রায় তিন দশক আগে এক নাবালিকার সঙ্গে অবৈধ সম্পর্কের জের ধরে পোলানস্কি'র গতিবিধি সীমিত হয়ে পড়েছে৷

১৯৩৭ সালে ভারতের ‘সন্ত তুকারাম' ছবিটি ভেনিসেই মুক্তি পেয়েছিল৷ ১৯৫৭ সালে এই ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘গোল্ডেন লায়ন' পেয়েছিল সত্যজিত রায়ের ‘অপরাজিত' ছবিটি৷ তার পর থেকে অবশ্য ভারতীয় চলচ্চিত্র জগত ভেনিসে এত বড় মর্যাদা পায় নি৷ ৬৬তম উৎসবে অমিত দত্তর ছবি ‘আদমি কি অওরৎ অউর অন্য কাহানীয়া' ছবিটি বিশেষ জুরি পুরস্কার জয় করেছিল৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ