1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৬ জেলায় জলোচ্ছ্বাস, ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

৮ অক্টোবর ২০১০

ব্যাপক বৃষ্টিপাত আর জলোচ্ছ্বাসে উপকূলীয় অঞ্চলের ৬ জেলা প্লাবিত হয়েছে৷ স্বাভাবিকের চেয়ে ৬ থেকে ৭ ফুট উচ্চতার জোয়ারের পানিতে ভেসে গেছে জমির ফসল, মাছ ও গবাদি পশু৷ ওই সব এলাকার কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন৷

ব্যাপক বৃষ্টিপাত আর ঝড়ো হাওয়া ছিল উপকূলীয় এলাকায়ছবি: AP

উপকূলীয় জেলা পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি, লক্ষীপুর ও পিরোজপুর প্লাবিত হয়ে ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ৷ ঘরবাড়ি তলিয়ে এবং ভেসে যাওয়ায় অনেকেই আশ্রয় নিয়েছেন সাইক্লোন সেন্টারে৷ পিরোজপুরের জেলা প্রশাসক মো. রুহুল আমীন ডয়চে ভেলেকে জানান, উপকূলের মানুষ চরম দুর্যোগের মধ্যে রয়েছেন৷ পিরোজপুরের মঠবাড়িয়াসহ কয়েকটি এলাকার বাঁধ ভেঙে গেছে৷ তলিয়ে গেছে মাঝের চর এলাকা৷ ৮০ ভাগ মাছের ঘের ভেসে গেছে৷ তবে কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি৷ তিনি জানান, লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছে৷

বৃষ্টি এবং জলোচ্ছাসের কারণে দেশের উপকূলীয় জেলাগুলোর নৌ যোগাযোগ বন্ধ হয়ে গেছে৷ বিঘ্নিত হচ্ছে সড়ক যোগাযোগ৷

ঢাকার আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা আব্দুর রশীদ জানান, বঙ্গোপসাগরে নিম্ন চাপ এবং অমাবস্যার কারণে এই জলোচ্ছ্বাস৷ দেশের সমুদ্র এবং নৌ বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে৷

উপকূলীয় অঞ্চলের মানুষ এই হঠাৎ জলোচ্ছ্বাসে চরম বিপাকে পড়েছেন৷ সিডর এবং আইলায় ক্ষতিগ্রস্ত অনেক বাঁধ এখন হুমকির মুখে রয়েছে৷

এদিকে বৃষ্টিপাতের কারণে রাজধানী ঢাকার অনেক রাস্তা-ঘাট ডুবে গেছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ