1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৬ বাংলাদেশিকে ইন্দোনেশিয়ায় ফেরত

১১ মার্চ ২০১৬

ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়া যাওয়ার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছেন ৬ বাংলাদেশি৷ তাঁদের ইন্দোনেশিয়ায় ফেরত পাঠিয়েছে অস্ট্রেলিয়ার পুলিশ৷ ধরা পড়া বাংলাদেশিরা এখন ইন্দোনেশিয়ার পুলিশের হেফাজতে রয়েছেন৷

Indonessien Flüchtlingsboot
ছবি: Amnesty International

অস্ট্রেলিয়ার সরকার গত কিছুদিন ধরে জলপথে সীমান্ত অতিক্রম করা অভিবাসনপ্রত্যাশীদের ধরে ইন্দোনেশিয়ায় পাঠাচ্ছে৷ এ নিয়ে দু'দেশের মধ্যে টানাপোড়েন চলছে৷

বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার পুলিশ জানায়, নিজেদের জলসীমা থেকে ৮ জনকে ধরে ইন্দোনেশিয়ায় পাঠিয়েছে অস্ট্রেলিয়ার টহল পুলিশ৷ ধরা পড়া ৮ জনের মধ্যে ৬ জন বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী, বাকি দু'জন ইন্দোনেশীয় মাঝি৷

ইন্দোনেশিয়ার পুলিশ আরো জানায়, বাংলাদেশিদের এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷

ইন্দোনেশীয় দুই মাঝির সহায়তায় ধরা পড়া ৬ জন বাংলাদেশি অস্ট্রেলিয়ায় প্রবেশের চেষ্টা করছিল৷ অস্ট্রেলিয়ায় পৌঁছে দেয়ার শর্তে বাংলাদেশিদের কাছ থেকে ৭ হাজার ডলার গ্রহণ করেছিল বলেও পুলিশকে জানিয়েছে ধরা পড়া দুই ইন্দোনেশীয়৷

অভিবাসনপ্রত্যাশীদের ধরে ইন্দোনেশিয়ায় পাঠানোর বিষয়টি নিয়ে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া৷ সে দেশের পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র বলেছেন, ‘‘আমরা এমন উদ্যোগ, বিশেষ করে পানিতে এমন উদ্যোগকে সমর্থন করি না৷ এ ধরনের উদ্যোগ বিপদ ডেকে আনতে পারে৷''

তবে অস্ট্রেলিয়া মনে করে, তাদের বর্তমান অভিবাসন নীতি বাস্তবসম্মত৷ শুক্রবার অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী পিটার ডাটন বলেছেন, ইউরোপের বর্তমান অবস্থা দেখেই ধারণা করা যায় জলপথে অভিবাসনপ্রত্যাশীদের উৎসাহিত না করা কতটা দরকার৷

সাম্প্রতিক সময়ে, জলপথে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে যাওয়া অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর হার কমে যাওয়ার বিষয়টির দিকেও দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি৷

২০০৮ থেকে ২০১৩ সালের মধ্যে ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে গিয়ে জলে ডুবে মারা যায় ১২০০ মানুষ৷ সাম্প্রতিক সময়ে এমন মৃত্যু অনেক কমেছে৷

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ