1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে আসছে সবার জন্য করোনা টিকা

১৮ মে ২০২১

জার্মানিতে করোনা টিকাদানে অগ্রগতির প্রেক্ষাপটে ৭ই জুন থেকে সব প্রাপ্তবয়স্কের জন্য সব রকম টিকা নেবার সুযোগ খুলে দেওয়া হবে৷ গ্রীষ্মের মধ্যেই ইচ্ছুক ব্যক্তিরা টিকা পেয়ে যাবেন বলে স্বাস্থ্যমন্ত্রীরা আশ্বাস দিয়েছেন৷

Coronavirus - Spahn AstraZeneca Impfung
ছবি: Guido Kirchner/dpa/picture alliance

প্রায় পাঁচ মাস আগে ধীর গতিতে করোনা টিকা কর্মসূচি শুরু হলেও জার্মানিতে টিকাদানের গতি বেড়েই চলেছে৷ পর্যায়ক্রমে উচ্চ ঝুঁকিপূর্ণ মানুষদের টিকা দেবার কাজে অনেক অগ্রগতি হয়েছে৷ এমনকি কয়েকটি রাজ্যে সেই প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে পৌঁছে যাওয়ায় সব প্রাপ্তবয়স্কদের জন্য টিকা নেবার সুযোগ করে দেওয়া হচ্ছে৷ এবার জাতীয় পর্যায়ে সেই ছাড়পত্রের ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান৷ ফলে আগামী ৭ই জুন থেকেই জার্মানিতে যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষ করোনা টিকার জন্য আবেদন করতে পারবেন৷ এখনো পর্যন্ত শুধু অ্যাস্ট্রাজেনিকা ও জনসন অ্যান্ড জনসন কোম্পানির টিকার ক্ষেত্রে নিয়ন্ত্রণ তুলে নেওয়া হয়েছিল৷ ৭ই জুন থেকে ইউরোপীয় ইউনিয়নে অনুমোদিত বায়োনটেক-ফাইজার এবং মডার্না কোম্পানির টিকার জন্যও সবাই আবেদন করতে পারবেন৷

সোমবার বার্লিনে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করে করোনা পরিস্থিতি খতিয়ে দেখেন স্বাস্থ্যমন্ত্রী স্পান৷ কমে চলা সংক্রমণের হার ও টিকাদান কর্মসূচির অগ্রগতিসহ একাধিক বিষয় খতিয়ে দেখে স্পান এই ঘোষণা করেন৷ তবে তিনি একইসঙ্গে সতর্ক করে দিয়ে বলেন, ৭ই জুন টিকার জন্য আবেদন করলে কয়েক দিনের মধ্যেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সম্ভাবনা কম৷ ফলে ধৈর্য্য ধরে সুযোগের জন্য কিছুটা অপেক্ষা করতে হবে৷ তবে চলতি বছরের গ্রীষ্মের মধ্যেই সব ইচ্ছুক মানুষ টিকা পেয়ে যাবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন৷ এখনো পর্যন্ত চার কোটিরও বেশি মানুষ করোনার টিকা পেয়েছেন৷ জনসংখ্যার প্রায় ৩৭ শতাংশ কমপক্ষে টিকার প্রথম ডোজ পেয়ে গেছে৷ ৭ই জুনের আগে আরও দেড় কোটি মানুষের টিকার প্রথম বা দ্বিতীয় ডোজ পাওয়ার কথা৷

সার্বিক পরিস্থিতির উন্নতি সত্ত্বেও জার্মানির সরকার এখনই সব বাধানিষেধ তুলে নেবার কথা ভাবছে না৷ সরকারি মুখপাত্র স্টেফেন সাইবার্ট বলেন, গত বছরের গ্রীষ্মের মতো বিধিনিয়ম শিথিল করা এখনো সম্ভব হচ্ছে না৷ জার্মানিতে প্রতি এক লাখ মানুষের মধ্যে সাপ্তাহিক গড় সংক্রমণের হার আপাতত কিছুটা নেমে প্রায় ৮৩ ছুঁয়েছে৷ ফলে এখনো কড়াকড়ি বজায় রাখতে হবে বলে সরকার মনে করছে৷

প্রাপ্তবয়স্কদের পর এবার কিশোরদের জন্যও করোনা টিকা নেবার সুযোগ খুলে দেওয়া হবে বলে স্বাস্থ্যমন্ত্রী স্পান আশা প্রকাশ করেন৷ ১২ থেকে ১৬ বছর বয়সি কিশোরদের জন্য বায়োনটেক-ফাইজার কোম্পানির টিকা দেবার প্রস্তুতি চলছে৷ ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক দফতর সম্ভবত চলতি মাসেই সেই ছাড়পত্র দিলে জার্মানি গ্রীষ্মের ছুটির মধ্যেই সব কিশোরদের করোনা টিকা দিতে চায়৷ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যে বিলম্ব ঘটেছিল, কমবয়সিদের ক্ষেত্রে সেই ঢিলেমি এড়িয়ে স্কুল পুরোপুরি খোলার লক্ষ্যে কাজ করতে চায় সরকার৷ আরও কমবয়সিদের জন্য ক্লিনিকাল ট্রায়াল বা পরীক্ষা চলছে৷ তবে এখনো চূড়ান্ত সাফল্যের কোনো পূর্বাভাস পাওয়া যাচ্ছে না৷

আগামী বছরগুলিতেও করোনা টিকার প্রয়োজনীয়তার সম্ভাবনার প্রেক্ষাপটে জার্মানি এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে৷ সেই লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে দ্রুত পদক্ষেপ নেবার ডাক দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী৷

এসবি/এসিবি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ