বাংলাদেশে ৭০ শতাংশ নারীর সম্পদের ওপর কোনো মালিকানা নেই৷ ফলে তাঁরা পরিবারের পুরুষ সদস্যদের ওপর যেমন নির্ভরশীল থাকেন তেমনি নিজেরা কিছু করতে চাইলে তা সম্ভব হয়ে ওঠে না৷
বিজ্ঞাপন
‘নারীর জন্য অর্থনৈতিক ন্যায্যতা: ন্যায্য মজুরি, সম্পদ ও সম্পত্তিতে অধিকার এবং বাজারে প্রবেশাধিকার' শীর্ষক এক গবেষণায় নারীর সম্পদে অধিকারহীনতা ছাড়াও আরো অনেক তথ্য উঠে এসেছে৷ ‘স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্ট' এবং ‘ওয়ার্ল্ড ভিশন' যৌথভাবে গবেষণাটি পরিচালনা করেছে৷
গবেষণায় দেখা যায়, ৭০ শতাংশ নারীর সম্পদের মালিকানা নেই৷ এক শতাংশের সম্পদ থাকলেও পরবর্তীতে তা হারিয়েছে৷ ২৯ ভাগ নারী সম্পদের মালিক হয়েছে উত্তরাধিকার সূত্রে৷ নারী উদ্যোক্তা ও শ্রমিকদের ৮২ শতাংশ জানান, তাঁদের সম্পদে নিজের অধিকার বা মালিকানা নেই৷ অধিকাংশ নারীই নিজের সম্পদ ব্যবহারে কোনো মতামতও দিতে পারেন না৷ মাত্র ২৬ শতাংশ নারী মতামত দেয়ার সুযোগ পান৷
এছাড়া নারী উদ্যোক্তাদের বাজারে প্রবেশে নানাধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়৷ ৬০ শতাংশ নারী তাঁদের পণ্য বা সেবা বাজারজাত করতে গিয়ে লিঙ্গ বৈষম্যের শিকার হন৷
দেশের ছয় বিভাগের ৮ উপজেলার ৮৩ জন ক্ষুদ্র নারী উদ্যোক্তা ও ১১৯ শ্রমিকের ওপর এই জরিপ চালানো হয়৷ শ্রমিকদের মধ্যে ৫১ জন পুরুষ ও ৬৮ জন নারী ছিলেন৷
যা কিছু মেয়েদের রূপসি করে
সে-ই সুন্দর, যে শরীর ও মনে সুস্থ আর ফিট এবং অবশ্যই যারা ইতিবাচক জীবনযাত্রাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়৷ নিজেকে কী করে আরো সুন্দর করে তোলা সম্ভব তারই কিছু সহজ ও গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এই ছবিঘরে৷
ছবি: picture alliance/Photoshot
ঘুমের মধ্য দিয়েই শুরু
ঘুম ভালো না হলে তার প্রভাব যে চোখে-মুখে পড়ে, সেকথা আমরা জানি৷ ঘুম শরীরের হরমনে প্রভাব ফেলে, শরীরের ফ্যাট ক্ষয় করে এবং শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে মন-মেজাজ ভালো রাখতে সাহায্য করে৷ রাতে যে নারী ভালো ঘুমায় সকালে তাকে দেখতে সুন্দর এবং তরতাজা লাগে৷ শুধু তাই নয়, সারাদিনই সে ফিট থাকে৷
ছবি: Werner Heiber/Fotolia
সকালের ছবি
স্টকহোমের কারোলিনস্কা ইন্সটিটিউট সুইডেনের মেয়েদের মধ্যে ঘুমের প্রভাব নিয়ে একটি সমীক্ষা চালিয়েছিল৷ সেসময় কয়েকজন মেয়েকে ৮ ঘণ্টা এবং অন্যদের মাত্র ৫ ঘণ্টা ঘুমাতে দেয়া হয়৷ তারপর সকালবেলার তোলা হয় তাদের সকলের ছবি৷ বিচারকদের মতে, ৫ ঘণ্টা নয়, পুরো ৮ ঘণ্টা ঘুমানোর পরের তোলা ছবিতে মেয়েদের দেখতে অনেক সুন্দর, সজীব এবং ফিট লেগেছে৷ অর্থাৎ ‘বিউটি স্লিপ’ যে শুধু কথার কথা নয়, তা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে৷
ছবি: Colourbox
ডায়বেটিস ‘টাইপ টু’
যে নারীর প্রায় প্রতি রাতে ৭ ঘণ্টার কম ঘুম হয়, তার ‘ডায়বেটিস টাইপ টু’ হওয়ার ঝুঁকি আছে – এ তথ্য ডেনমার্কের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে৷ গভীর ঘুমের সময় শরীরের রক্তনালী প্রশস্ত হয় এবং তখন ভালোভাবে পুষ্টি চলাচল করতে পারে৷ ফলে ত্বক হয় মসৃণ আর সজীব৷
হাসি বয়স কমায়
যাদের যথেষ্ট ঘুম হয়, তাদের স্বাভাবিকভাবেই মন-মেজাজ ভালো থাকে৷ তারা স্বাভাবিকভাবেই বেশি হাসে এবং তাদের চেহারা দেখেও সহানুভূতিশীল মনে হয়৷ যারা কম হাসে বা মুখ বিষণ্ণ করে রাখে তাদের চেয়ে হাসিখুশি মানুষকে যে দেখতে সুন্দর, এমনকি দেখলে তাদের বয়সও কম বলে মনে হয় – সেকথা আর বলার অপেক্ষা রাখে না!
ছবি: Zaman/AFP/GettyImages
সৌন্দর্য ভেতর থেকে আসে
‘‘ক্রিমের পরিবর্তে গাজর, মাস্কের বদলে আম’’৷ অর্থাৎ সুন্দর হতে চাওয়া মানে এই নয় যে, সবসময় দামি কসমেটিক ব্যবহার করতে হবে৷ বরং তার বদলে ভিটামিন যুক্ত খাবার খাওয়াই শ্রেয়৷ বেশ কিছু সমীক্ষার ফলাফলে দেখা গেছে, যারা কম ফল-সবজি খায়, তাদের তুলনায় যারা বেশি সবজি এবং ফল খায়, তাদের মুখে কম বলিরেখা পড়েছে৷ কাজেই ত্বকের ওপরে ক্রিম বা মাস্ক মাখার চেয়ে গাজর বা আমের মতো ফল খেলেই উপকার বেশি পাওয়া যায়৷
ছবি: Fotolia/Heike Rau
ত্বকের জন্য যথেষ্ট পুষ্টি
স্বাস্থ্যকর খাবার খেলে ত্বক হয় টানটান, চুল ও নখ হয় সুন্দর এবং আকর্ষণীয়৷ বয়সকে জয় করতে নিয়মিত রঙিন সবজি, অর্থাৎ গাজর, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, ব্রকলি ইত্যাদি খেতে হবে৷ সুন্দর ত্বকের জন্য প্রয়োজন মাছ এবং সবুজ শাক-পাতা বা স্যালাডও৷ ধূমপান, মদ্যপান এবং অতিরিক্ত সূর্যের আলো থেকে নিজেকে দূরে রাখা প্রয়োজন৷ প্রয়োজন প্রতিদিন ২ লিটার পানি পান করা প্রচুর ভিটামিন সি খাওয়া, যেমন লেবু বা কমলা জাতীয় ফল৷
ছবি: Fotolia/travelbook
ব্যায়ামের মাধ্যমে সুন্দর থাকুন
সপ্তাহে তিন থেকে চারদিন, যে কোনো ধরনের ব্যায়াম বা খেলাধুলা খুবই জরুরি৷ ব্যায়াম শরীরকে ঝরঝরে ও সজীব রাখে এবং স্ট্রেস ভুলিয়ে দিতে বড় ভূমিকা পালন করে৷ দৈনন্দিন কাজের চাপের পর যে করেই হোক কিছুটা সময় নিজের জন্য ব্যয় করা তাই খুবই দরকার৷ তাছাড়া ঘরের নানা কাজও এক ধরণের ব্যায়াম আর এই ব্যায়ামের মাধ্যমে নিজের বাড়িও পরিষ্কার থাকবে, শরীর ও মন – দুটোই থাকবে সুন্দর৷
ছবি: picture-alliance/dpa/Hans Wiedl
‘বিউটি স্ন্যাকস’
শুধু বিউটি স্লিপ নয়, চাই বিউটি স্ন্যাকসও৷ লাঞ্চ ব্রেক-এ সাদা দই-এর সাথে বিভিন্ন ফল মিশিয়ে খেলে পাওয়া যায় দিনের প্রয়োজনীয় ক্যালসিয়াম, ভিটামিন সি,ই ইত্যাদি৷ যা আপনাকে অসংখ্য নারীর মাঝে করে তুলবে উজ্জ্বল আর আকর্ষণীয়৷
ছবি: Fotolia/Africa Studio
ব্যক্তিত্ব
সুন্দর ফিগার, মসৃন ত্বক আর শক্তিশালী ব্যক্তিত্ব যে কোনো মেয়েকে করে তোলে সুন্দর ও আকর্ষণীয়৷ তার সঙ্গে সামান্য মেকআপ আর মিষ্টি একটু হাসি থাকলে যে কেউই হতে পারে অনন্যা৷
ছবি: picture alliance/Photoshot
9 ছবি1 | 9
এ প্রসঙ্গে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, সমাজে সমতা ছাড়া ন্যায্যতা প্রতিষ্ঠা সম্ভব নয়৷ সবার আগে সমতা আনতে হবে৷ নারী এখনও বৈষম্যের শিকার হচ্ছে৷ তিনি বলেন, নারী যদি অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ না করত তবে অর্থনীতি ধ্বংস হয়ে যেত৷ নারীকে শুধু অর্থ উপার্জন করার সুযোগ দিয়ে তার অর্থনৈতিক মুক্তি বা স্বাধীনতা দেয়া যায় না৷ তাকে সম্পদের মালিকানাও দিতে হবে, দিতে হবে সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা৷
মানবাধিকার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নারী নেত্রী অ্যাডভোকেট এলিনা খান ডয়চে ভেলেকে বলেন, প্রচলিত আইন এবং দীর্ঘদিনের সামাজিক এবং পারিবারিক ব্যবস্থাই সম্পদে নারীর মালিকানা প্রতিষ্ঠায় বড় বাধা৷ তিনি বলেন নারী এখনো উত্তারাধিকার সূত্রে পুরুষের চেয়ে কম সম্পদ পান৷ আর পেলেও তা অনেক সময়ই তার নামে থাকে না৷ অন্যদিকে পরিবারের যৌথ আয়ের সম্পদেও নারীকে মালিকানা দেয়া হয় না৷ তিনি বলেন অনেক সময় নারীদের অসচেতনতাও সম্পদের মালিকানা অর্জনের পথে বাধা হয়ে দাঁড়ায়৷
এলিনা খান জানান, বাংলাদেশের উত্তরাধিকার আইন ‘পার্সোনাল ল' দিয়ে পরিচালিত হয়৷ তাই একেক ধর্মে নারীদের উত্তরাধিকার সূত্রে সম্পদের বিধান একেক রকম৷ আর পুরুষতান্ত্রিক মানসিকতার কারণেও নারীরা তাদের প্রাপ্য সম্পদ পান না৷