1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৭৩ বছর পরও যুদ্ধাপরাধের বিচার

৬ নভেম্বর ২০১৮

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার বয়স ছিল মাত্র ১৮ বছর৷এখন তিনি ৯৪ বছরের বৃদ্ধ৷  যুদ্ধ শেষ হওয়ার ৭৩ বছর পর এই বয়সেও জার্মানিতে বিচার হচ্ছে সাবেক এই নাৎসি প্রহরীর৷

Gedenkstätte Konzentrationslager Stutthof
ছবি: Getty Images/B. Adams

আগামী মঙ্গলবার জার্মানির ম্যুনস্টার শহরে শুরু হবে তার বিচার৷

১০০টি বিভিন্ন অপরাধের অভিযোগে অভিযুক্ত এই ব্যক্তি পোল্যান্ডের স্টুটহোফ শহরে একটি কনসেনট্রেশন ক্যাম্পের প্রহরীর কাজ করতেন৷

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন, ১৯৪২ সালের জুন মাস থেকে ১৯৪৪ সালের সেপ্টেম্বর মাস অবধি সেই ক্যাম্পে পাহারা দিয়েছেন তিনি৷

রাষ্ট্রপক্ষের উকিলরা জানিয়েছেন, জার্মানির বোরকেন শহরের বাসিন্দা এই ব্যক্তি ক্যাম্পের ভেতরে ঘটা নারকীয়হত্যালীলা সম্বন্ধে জানতেন৷

দ্বিতীয় বিশ্বযুদ্ধচলাকালীন শুধুমাত্র পোল্যান্ডের গুলিতেই অন্তত ২৭,০০০ বন্দির মৃত্যু হয়৷

বিষাক্ত গ্যাস বা খাবারের সাথে বিষ মিশিয়ে বা অভুক্ত রেখে মারা হতো তাদের৷ আবার কখনো কখনো গুলি করে বা অত্যধিক পরিশ্রম করিয়েও মারা হতো৷

শারীরিক দুর্বলতার কারণে মামলার কাজ আপাতত দু'দিনের জন্য স্থগিত রাখা হয়েছে৷ তবে আগামী মঙ্গলবার কাঠগড়ায় দাঁড়াতে হবে ৯৪ বছর বয়সি সাবেক নাৎসি প্রহরীকে৷

এসএস/এসিবি (ডিপিএ) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ