1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৭৫ দিন পর তালা ভেঙে বিএনপি কার্যালয়ে রিজভী

১১ জানুয়ারি ২০২৪

২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘিরে ৭৫ দিন তালাবদ্ধ থাকার পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকেছেন দলটির নেতা-কর্মীরা।

তালা ভেঙে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকেছেন দলটির নেতা-কর্মীরা।
৭৫ দিন তালাবদ্ধ থাকার পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকেছেন দলটির নেতা-কর্মীরা।ছবি: Mortuza Rashed/DW

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তালা ভেঙে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা কার্যালয়ে প্রবেশ করেন। বিকেল তিনটায় এই কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

বিএনপি নেতা-কর্মীরা জানিয়েছেন, গত বছরের ২৮ অক্টোবর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর এই প্রথম নেতা-কর্মীরা তাদের অফিসে প্রবেশ করতে পারলেন।

বৃহস্পতিবার তালা ভেঙে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা কার্যালয়ে প্রবেশ করেন।ছবি: Mortuza Rashed/DW

সকাল সাড়ে ১১টার দিকে  বিএনপির দলীয় কার্যালয়ের সামনে প্রায় ২০-২৫ জন নেতা-কর্মীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। রুহুল কবির রিজভীসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন।

গত বছরের ২৮ অক্টোবর নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ডাকা সমাবেশের এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়া হয়। বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সময় দাবি করা হয় তালা ঝুলিয়েছে পুলিশ৷ তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় তালা তারা ঝুলায়নি৷

এসএইচ / এসিবি (দ্য ডেইলি স্টার)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ